পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ গ্রীরামকৃষ্ণকথামত—২য় ভাগ ১৮৮৩, ১১ই মার্চ কান্তের মন্দির; ঠাকুর বলিতেছেন, “বিষ্ণুঘর”। এই যুগলরাপ দশন করিয়া ভূমিষ্ট হইয়া প্রণাম করিলেন! আবার বামপাবে বাদশ শিব মন্দির। সদাশিবকে উদ্দেশে প্রণাম করিতে লাগিলেন। ঠাকুর এইবার ঘরে আসিয়া পেপছিলেন। দেখিলেন, আরো ভক্তের সমাগম হইয়াছে। রাম, নিত্যগোপাল, কেদার চাটয্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন। তাহারা সকলে তাঁকে ভূমিস্ট হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও তাঁহাদের কুশল প্রশন করিলেন। Gh ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন,—“তুই কিছু খাবি?” ভক্তটির তখন বালকভাব। তিনি বিবাহ করেন নাই, বয়স ২৩/২৪ হবে। সবদাই ভাব রাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে কখনও একাকী কখনও রামের সঙ্গে প্রায় আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ভাবাবস্থা দেখিয়া তাঁহাকে স্নেহ করেন। তাঁহার পরমহংস অবস্থা—এ কথা ঠাকুর মাঝে মাঝে বলেন। তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন। ভক্তটি বলিলেন, “খাব” । কথাগুলি ঠিক বালকের ন্যায়। [নিত্যগোপালকে উপদেশ-ত্যাগীর নারীসঙ্গ একেবারে নিষেধ | খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাঁকে লইয়া চলিলেন ও তাঁহার সহিত আলাপ করিতে লাগিলেন। একটি সত্ৰীলোক পরম ভক্ত, বয়স ৩১/৩২ হইবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাঁহাকে সাতিশয় ভক্তি করেন। সেই সত্রীলোকটিও ঐ ভক্তটির অদভুত ভাবাবস্থা দেখিয়া তাঁহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাঁহাকে প্রায় নিজের আলয়ে লইয়া যান। ' শ্রীরামকৃষ্ণ (ভক্তটির প্রতি)—সেখানে তুই কি যাস ? নিত্যগোপাল (বালকের ন্যায়)–হাঁ যাই। নিয়ে যায়। . শ্রীরামকৃষ্ণ—ওরে সাধন সাৱধান! এক আধবার যাবি। বেশী যাসনে— পড়ে যাবি! কামিনীকাঞ্চনই মায়া। সাধার মেয়ে মানুষ থেকে অনেক দুরে থাকতে হয়। ওখানে সকলে ডুবে যায়। ওখানে ব্ৰহ্মা বিষ্ণ পড়ে খাচ্ছে খাৰি। ভক্তটি সমস্ত শুনিলেন। মাস্টার (স্বগত)—কি আশ্চয়! এই ভক্তটির পরমহংস অবস্থা—ঠাকুর মাঝে মাঝে বলেন। এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্পভাবনা! সাধর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন। মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধর পতন হইবার সম্ভাবনা। এই উচ্চ আদশ না থাকিলে জীবের উদ্ধারই বা কিরপে হইবে ? সত্ৰীলোকটি ত ভক্তিমতী। তবুও ভয়! এখন বঝিলাম, শ্রীচৈতন্য ছোট হরিদাসের উপর কেন অতি কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ o