পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8O aौaीब्राजकृककथाबड-२ब्र छाणि [ ১৮৮৬, ২৩শে এপ্রিল হীরানন্দ হাসিতে লাগিলেন। ঠাকুর আবার বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ—এইখানে থাক না ? হীরানন্দ চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ—কি হবে কমে ? হীরানন্দ চুপ করিয়া আছেন। হীরানন্দ আর একটা কথাবাৰ্ত্তার পর বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ—কবে আসবে ? হীরানন্দ—পরশ সোমবার দেশে যাবো। সোমবার সকালে এসে দেখা করবো। बष्ठ अब्रिट्छन्। भाच्छब्र, नzब्रन्छ, अब्र९ थकृङि মাল্টার ঠাকুরের কাছে বসিয়া . হীরানন্দ এইমাত্র চলিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—খবে ভাল; না ? মাস্টার--আজ্ঞা হাঁ; স্বভাবটি বড় মধরে। শ্রীরামকৃষ্ণ-বললে এগার শো ক্লোশ । অত দরে থেকে দেখতে এসেছে। মাস্টার–আজ্ঞে হাঁ, খুব ভালবাসা না থাকলে এরপে হয় না। শ্রীরামকৃষ্ণ—বড় ইচ্ছা, আমায় সেই দেশে নিয়ে যায়। মাটার—যেতে বড় কট হবে। রেলে ৪ ৫ দিনের পথ। শ্রীরামকৃষ্ণ-তিনটে পাশ! মাল্টার—আজ্ঞে, হাঁ। ঠাকুর একটা শ্রান্ত হইয়াছেন। বিশ্রাম করিবেন। শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—পাখি খলে দাও আর মাদরটা পেতে দাও। ঠাকুর খড়খড়ির পাখি খলিয়া দিতে বলিতেছেন। আর বড় গরম, তাই বিছানার উপর মাদর পাতিয়া দিতে বলিতেছেন। মাস্টার হাওয়া করিতেছেন। ঠাকুরের একটন তন্দ্ৰা আসিয়াছে। শ্রীরামকৃষ্ণ (একটা নিদ্রার পর, মাস্টারের প্রতি)—ঘম কি হয়েছিল ? মাস্টার–আজ্ঞে, একটা হয়েছিলো। নরেন্দ্র, শরৎ ও মাল্টার নীচে হলঘরের পবেদিকে কথা কহিতেছেন। নরেন্দ্ৰ—কি আশ্চৰ্য। এত বৎসর পড়ে তব বিদ্যা হয় না; কি করে লোকে বলে যে, দ্য দিন সাধন করেছি, ভগবান লাভ হবে! ভগবান লাভ কি এত সোজা ! (শরতের প্রতি) তোর শান্তি হয়েছে; মাস্টার মহাশয়ের ཏྰ་ཨོཾ་ཨཱཿ ཐ་མཚ། ཨ་ལ་ཨཱཿ ཨཱ་ཙཱ་ཐ། ག་ཛི།