পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রীরামকৃষ্ণের প্রথম মঠ-নৱেম্মানির সাধনা ও তাঁর বৈরাগ ミ&や নরেন্দ্র ছোট গোপালকে তামাক আনিতে বলিতেছেন। ছোট গোপাল একটা ধ্যান করিতেছিলেন। নরেন্দ্র (গোপালের প্রতি)—ওরে তামাক সাজ ! ধ্যান কি রে আগে ঠাকুর ও সাধ সেরা করে Preparation কর। তারপর ধ্যান। আগে কম" তার পর ধ্যান। (সকলের হাস্য)। মঠের বাড়ীর পশ্চিমে সংলগ্ন অনেকটা জমি আছে। সেখানে অনেকগুলি গাছপালা আছে। মাস্টার গাছতলায় একাকী বসিয়া আছেন, এমন সময় প্রসন্ন আসিয়া উপস্থিত। বেলা ৩টা হইবে। মাস্টার—এ কয়দিন কোথায় গিছিলে ? তোমার জন্য সকলে ভাবিত হয়েছে। ওঁদের সঙ্গে দেখা হয়েছে ? কখন এলে ? প্রসন্ন—এই এলাম, এসে দেখা করিছি। মাস্টার—তুমি বন্দাবনে চললমে বলে চিঠি লিখেছ! আমরা মহা ভাবিত! কত দর গিছিলে ? প্রসন্ন—কোন্নগর পর্যন্ত গিছিলাম। (উভয়ের হাস্য)। মাস্টার—বসো, একটা গল্প বলো, শনি। প্রথমে কোথায় গিছিলে ? প্রসন্ন—দক্ষিণেশ্বর কালীবাড়িতে, সেখানে একরাত্রি ছিলাম। মাল্টার (সহাস্যে)—হাজরা মহাশয়ের এখন কি ভাব ? প্রসন্ন—হাজরা বলে, আমাকে কি ঠাওরাও ? (উভয়ের হাস্য)। মাস্টার (সহস্যে)—তুমি কি বললে ? প্রসন্ন—আমি চুপ করে রইলাম। মাস্টার—তার পর ? প্রসন্ন—আবার বলে, আমার জন্য তামাক এনেছ ? (উভয়ের হাস্য)। খাটিয়ে নিতে চায়! (হাস্য)। মাল্টার—তারপর কোথায় গেলে ? i প্রসন্ন—ক্ৰমে কোন্নগরে গেলাম। একটা জায়গায় রাত্রে পড়েছিলাম। আরো চলে যাব ভাবলাম। পশ্চিমের রেলভাড়ার জন্য ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম যে, এখানে পাওয়া যেতে পারে কি না ? মাল্টার—তারা কি বললে ? প্রসন্ন—বলে টাকাটা সিকেটা পেতে পার। অত রেলভাড়া কে দিবে ? (উভয়ের হাস্য)। মাস্টার—সঙ্গে কি ছিল ? প্রসন্ন—এক আধখানা কাপড়। পরমহংসদেবের ছবি ছিল। ছবি কারকে দেখাই নাই। [निष्ठा-गद्गुष्ठ-नरबाम-ज्राटश भा-बाण-ना आटश श्रेथ्बब्र ?] শ্ৰীযন্ত শশীর বাবা আসিয়াছেন। বাবা মঠ থেকে ছেলেকে লইয়া যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অসখের সময় প্রায় নয় মাস ধরিয়া অনন্যচিত্ত হইয়া শশী