পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 (8 प्लेब्राबङ्गककथाबाउ-गिब्राचको ১৮৮৭, ৮ই মে তাঁহার সেবা করিয়াছিলেন। ইনি কলেজে বি, এ, পৰ্যন্ত পড়িয়াছিলেন। এন্ট্রান্সে জলপানি পাইয়াছিলেন। বাপ দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু সাধক ও নিষ্ঠাবান। ইনি বাপ মায়ের বড় ছেলে। তাঁহাদের বড় আশা যে, ইনি লেখাপড়া শিখিয়া রোজগার করিয়া তাঁদের দখ দরে করবেন। কিন্তু ভগবানকে পাইবার জন্য ইনি সব ত্যাগ করিয়াছিলেন। বন্ধদের কে’দে কোদে বলতেন, কি করি, আমি কিছুই বুঝতে পারছি না। হায়! মা বাপের কিছ সেবা করতে পারলাম না! তাঁরা কত আশা করেছিলেন। মা আমার গয়না পরতে পান নাই; আমি কত সাধ করেছিলাম, আমি তাঁকে গয়না পরাব! কিছুই হলো না! বাড়ীতে ফিরে যাওয়া যেন ভার বোধ হয়! গরমহারাজ *কামিনীকাঞ্চন ত্যাগ করতে বলেছেন; আর যাবার যো নাই! ঠাকুর শ্রীরামকৃষ্ণের সবধামে গমন করিবার পর শশীর পিতা ভাবিলেন, এবারে বঝি বাড়ী ফিরিবে। কিন্তু কিছুদিন বাড়ী থাকার পর, মঠ পথাপিত হইবার কিছুদিনের মধ্যেই, মঠে কিছুদিন যাতায়াতের পর, শশী আর মঠ হইতে ফিরিলেন না। তাই পিতা মাঝে মাঝে তাঁহাকে লইতে আসেন। তিনি কোন মতে যাবেন না। আজ বাবা আসিয়াছেন শুনিয়া আর একদিক দিয়া পলায়ন করিলেন, যাতে তাঁহার সঙ্গে দেখা না হয়। পিতা মাস্টারকে চিনিতেন। তাঁর সঙ্গে উপরের বারান্দায় বেড়াইতে বেড়াইতে কথা কহিতে লাগিলেন। পিতা—এখানে কত্তা কে ? এই নরেন্দ্রই যত নন্টের গোড়া! ওরা ত বেশ বাড়ীতে ফিরে গিছিল। পড়াশনা আবার কচ্ছিল। - মাস্টার—এখানে কত্তা নাই; সকলেই সমান। নরেন্দ্র কি করবেন ? নিজের ইচ্ছা না থাকলে কি মানুষ চলে আসে? আমরা কি বাড়ী একেবারে ছেড়ে আসতে পেরেছি ? পিতা—তোমরা ত বেশ করছো গো। দদিক রাখছো। তোমরা যা কচ্ছ, এতে কি ধর্ম হয় না? তাই ত আমাদেরও ইচ্ছা। এখানে থাকুক, সেখানেও যাক। দেখ দেখি, ওর গভধারিণী কত কাঁদছে। মাস্টার দুঃখিত হইয়া চুপ করিয়া রহিলেন। পিতা—আর সাধন খুজে খুজে এত বেড়ানো! আমি ভাল সাধার কাছে নিয়ে যেতে পারি। ইন্দ্রনারায়ণের কাছে একটি সাধন এসেছে—চমৎকার লোক। সেই সাধকে দেখকে না। [ब्राथाळजब्र ठेवब्राशा,-4णम्षानौ ७ नाब्रौ] রাখাল ও মাস্টার কালীতপস্বীর ঘরের পবেদিকের বারান্দায় বেড়াইতেছেন। ঠাকুর ও ভক্তদের বিষয় গল্প করিতেছেন। রাখাল (ব্যস্ত হইয়া)-মাস্টার মশায়, আসন, সকলে সাধন করি।