পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&G; V ठैर्टीब्राञकृककथाप्रङ–णीब्रोलच्छे ১৮৮৭, ৮ই মে নরেন্দ্ৰ—তা যখন হয় আসবেন। “আপনাদের ওখানে গঙ্গার ঘাটে আমরা নাইতে যাই।” ভদ্রলোক-তাতে আপত্তি নাই, তবে অন্য লোক না যায়। নরেন্দ্র—তা বলেন ত আমরা নাই যাবো। Q ভদ্রলোক—না তা নয়—তবে যদি দেখেন পাঁচজন যাচ্ছে, তা হলে আর যাবেন না | [আরতি ও নরেন্মের গরোগীতা পাঠ] সন্ধ্যার পর আরতি হইল। ভক্তেরা আবার কৃতাঞ্জলি হয়ে “জয় শিব ওঁকার” সমস্বরে গান করিতে করিতে ঠাকুরের স্তব করিতে লাগিলেন। আরতি হইয়া গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়া বসিলেন। মাস্টার বসিয়া আছেন। প্রসন্ন গরগীতা পাঠ করিয়া শনাইতে লাগিলেন। নরেন্দ্র আসিয়া নিজে সর করিয়া পাঠ করিতে লাগিলেন। নরেন্দ্র গাইতেছেন— ব্ৰহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমতিং। বিন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদি লক্ষ্যম। একং নিত্যং বিমলমচলং সব্বাধীসাক্ষীভূতং ॥ ভাবাতীতং ত্ৰিগণেরহিতং সদাগরং তং নমামি৷ আবার গাইলেন— ন গারোরধিকং ন গারোরধিকং। শিবশাসনতঃ শিবশাসনতঃ ॥ শ্রীমৎ পরং ব্রহ্মগরং বদামি। শ্রীমৎ পরং ব্রহ্মগরং ভজামি৷ শ্রীমৎ পরং ব্রহ্মগরং স্মরামি। শ্রীমৎ পরং ব্রহ্মগরং নমামি৷ নরেন্দ্র সরে করিয়া গরগেীতা পাঠ করিতেছেন। আর ভক্তদের মন যেন নিবাতনিকেপ দীপশিখার ন্যায় সিথর হইয়া গেল। সত্য সত্যই ঠাকুর বলিতেন, সমধর বংশীধৰনী শানে সাপ যেমন ফণা তুলে স্থির হয়ে থাকে, নরেন্দ্র গাইলে হৃদয়ের মধ্যে যিনি আছেন, তিনিও সেইরাপ চুপ করে শোনেন। আহা! মঠের ভাইদের কি গর্ভক্তি ! [ठेाकूब्र छैोब्राञङ्कटकब्र खाजबाना ७ ब्राधाज] কালী তপস্বীর ঘরে রাখাল বসিয়া আছেন। কাছে প্রসন্ন। মাস্টারও সেই ঘরে আছেন। রাখাল সন্তান পরিবার ত্যাগ করিয়া আসিয়াছেন। অন্তরে তীব্র বৈরাগ্য কেবল ভাবছেন, একাকী নর্মদাতীরে কি অন্য পথানে চলিয়া যাই। তব প্রসন্নকে বঝাইতেছেন। ; রাখাল (প্রসনের প্রতি)—কোথায় ছটে ছটে বেরিয়ে যাস? এখানে সাধনসঙ্গ। এ ছেড়ে যেতে আছে ? আর নরেনের মত লোকের সঙ্গ। এ ছেডে কোথায় যাবি ?