পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छैोब्राथङ्कटकब्र धथछ अ*-नट्ज़न्छनिद्ध जाधना ७ फौढ वब्राशः ২৫৭ প্রসন্ন—কলকাতায় বাপ মা রয়েছে। ভয় হয়, পাছে তাঁদের ভালবাসা আমাকে টেনে নেয়; তাই দরে পালাতে চাই। 暫、 রাখাল–গর মহারাজ যেমন ভালবাসতেন, অত কি বাপ মা ভালবাসে ? আমরা তাঁর কি করেছি যে এত ভালবাসা। কেন তিনি আমাদের দেহ মন আত্মার মঙ্গলের জন্য এত ব্যস্ত ছিলেন। আমরা তাঁর কি করেছি ? মাস্টার (স্বগত)—আহা, রাখাল ঠিক বলেছেন! তাই তাঁকে বলে অহেতুক क्रुशाजिश्द् ।। প্রসন্ন—তোমার কি বেরিয়ে যেতে ইচ্ছা হয় না ? রাখাল—মনে খেয়াল হয় যে নমাদাতীরে গিয়ে কিছুদিন থাকি। এক একবার ভাবি, ঐ সব জায়গায় কোন বাগানে গিয়ে থাকি, আর কিছু সাধন করি। খেয়াল হয়, তিনদিন পশ্চতপা করি। তবে সংসারীর বাগানে যেতে আবার মন হয় না । [क्रेथ्बब्र कि उञाढश्न ?] দানাদের ঘরে তারক ও প্রসন্ন কথা কহিতেছেন। তারকের মা নাই। পিতা রাখলের পিতার ন্যায় দ্বিতীয় সংসার করিয়াছেন। তারকও বিবাহ করিয়াছিলেন, কিন্তু পত্নীবিয়োগ হইয়াছে। মঠই তারকের এখন বাড়ী, তারকও প্রসন্নকে বুঝাইতেছেন। প্রসন্ন—না হলো জ্ঞান, না হলো প্রেম; কি নিয়ে থাকা যায় ? তারক—জ্ঞান হওয়া শক্ত বটে, কিন্তু প্রেম হল না কেমন করে ? . প্রসন্ন—কাঁদতে পারলাম না, তবে প্লেম হবে কেমন করে? আর এতদিনে কি বা হলো ? তারক—কেন, পরমহংস মশায়কে ”ত দেখেছ। আর জ্ঞানই বা হবে না কেন ? প্রসন্ন—কি জ্ঞান হবে ? জ্ঞান মানে ত জানা। কি জানবে ? ভগবান আছেন কি না, তারই ঠিক নাই। * তারক—হাঁ, তা বটে, জ্ঞানীর মতে ঈশ্বর নাই। মাস্টার (স্বগত)—আহা প্রসনের যে অবস্থা, ঠাকুর বলতেন, যারা ভগবানকে চায়, তাদের ওরপে অবস্থা হয়। কখনও বোধ হয়, ভগবান আছেন কি না। তারক বুঝি এখন বৌদ্ধমত আলোচনা করছেন, তাই জ্ঞানীর মতে ঈশ্বর নাই বলছেন। ঠাকুর কিন্তু বলতেন, জ্ঞানী আর ভক্ত এক জায়গায় পেপছিবে। A به S-3ج