পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बब्राश्नगब्र अर्ड-नाइन्छ ७ आण्छेच्न-गएश्न्थाधञ निन्ना ミや> নরেন্দ্র ভক্তিতে গদগদ হইয়া গান গাইতে লাগিলেন। তিনি শরণাগতবৎসল, পরম পিতা মাতা।’ জয় দেব জয় দেব জয় মঙ্গলদাতা জয় জয় মঙ্গলদাতা । সঙ্কটভয়দখেরাতা, বিশ্ববভুবনপাতা, জয় দেব জয় দেব। অচিন্ত অনন্ত অপার, নাই তব উপমা প্রভু, নাহি তব উপমা। প্রভু বিশেবশবর ব্যাপক বিভু চিন্ময় পরমাত্মা, জয় দেব জয় দেব। জয় জগবন্দ্য দয়াল, প্রণমি তব চরণে, প্রভু প্রণমি তব চরণে। পরম শরণ তুমি হে, জীবনে মরণে, জয় দেব জয় দেব ॥ কি আর যাচিব আমরা করি হে এ মিনতি, প্রভু, করি হে এ মিনতি। এ লোকে সন্মতি দেও, পরলোকে সগেতি, জয় দেব জয় দেব। নরেন্দ্র আবার গাইলেন। ভাইদের হরিরস পিয়ালা পান করিতে বলিতেছেন। ঈশ্বর খুব কাছেই আছেন—কস্তুরী যেমন মগের— পীলেরে অবধত হো মত বারা, প্যালা প্রেম হরিরস কা রে। বাল অবস্থা খেল গ’বাই, তরণে ভয়ে নারী বশ কা রে। বন্ধাভয়ো কফ বায়নে ফ্লুেরা, খাট পঢ়া রহে নহি জায় বসকারে বিনা সদাগর নর য়্যাসাহি ঢ:ঢ়ে, জ্যায়সা মগ ফিরে বনকা রে। মাল্টার বারান্দা হইতে এই সমস্ত কথা শুনিতেছেন। নরেন্দ্র গায়োখান করিলেন। ঘর হইতে চলিয়া আসিবার সময় বলিতেছেন। মাথা গরম হলো বকে বকে ! বারান্দাতে মাল্টারকে দেখিয়া বলিলেন, “মাস্টার মহাশয়, কিছল জল খান।” Q মঠের একজন ভাই নরেন্দ্রকে বলিতেছেন, “তবে যে ভগবান নাই বলো!” নরেন্দ্র হাসিতে লাগিলেন। [नzब्रटन्छब्र उौद्ध टेबब्रागा-नट्ब्रटन्छब्र शश्न्थाथभ निम्मा] পরদিন সোমবার ৯ই মে। মাস্টার সকাল বেলা মঠের বাগানের গাছতলায় বসিয়া আছেন। মাল্টার ভাবিতেছেন, “ঠাকুর মঠের ভাইদের কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছেন। আহা, এরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল ! পথানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ। মঠের ভাইগলি যেন সাক্ষাৎ নারায়ণ! ঠাকুর বেশীদিন চলিয়া যান নাই; তাই সেই সমস্ত ভাবই প্রায় বজায় রহিয়াছে। “সেই অযোধা! কেবল রাম নাই; “এদের তিনি গহত্যাগ করালেন। কয়েকটিকে তিনি গহে রেখেছেন কেন ? এর কি কোন উপায় নাই?” নরেন্দ্র উপরের ঘর হইতে দেখিতেছেন-মাল্টার একাকী গাছতলায় বসিয়া আছেন। তিনি নামিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, “কি মাস্টার