পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミミ छैटौब्रामक कथामाङ-२ब्र स्वाण [ ১৮৮৩, ১১ই মাচ" মাস্টার (একান্তে গিরীন্দ্রের প্রতি)—সাকার-নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে ? গিরীন্দ্র—তা হবে। ওরা একঘেয়ে। মাস্টার-নিত্য সাকার, আপনি বুঝেছেন? সফটিকের কথা ? আমি ওটা ভাল বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—হাগা, তোমরা কি বলাবলি কচ্ছ ? মাস্টার ও গিরীন্দ্র একটা হাসিয়া চুপ করিয়া রহিলেন। বন্দে ঝি (রামলালের প্রতি)—ও রামলাল, এ লোকটিকে এখন খাবার দেও, আমার খাবার পরে দিও। শ্রীরামকৃষ্ণ—বন্দেকে খাবার এখনও দেয় নাই ? সপ্তম পরিচ্ছেদ পঞ্চবটীমলে কীত্তনানন্দে অপরাহ্নে ভক্তের পঞ্চবটীমলে কীৰ্ত্তন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহাদের সহিত যোগদান করিলেন। আজ ভক্তসঙ্গে মার নাম কীত্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন— श्राञात्रम आकाट्लटङ अन धर्माकृथान छेफुटङौंझण । কলষের কুবাতাস পেয়ে গোতা খেয়ে পড়ে গেল। মায়াকান্নি হোল ভারী, আর আমি উঠাতে নারি। দারাসত কলের দড়ি, ফাঁস লেগে সে ফেসে গেল। জ্ঞান-মন্ডে গেছে ছিাড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে। মাথা নাই সে আর কি উড়ে, সঙ্গের ছ'জন জয়ী হ’ল। ভক্তি ডোরে ছিল বাঁধা, খেলতে এসে লাগল ধাঁধা। ' নরেশচন্দ্রের হাসা কাঁদা, না আসা এক ছিল ভাল ৷ আবার গান হইল। গানের সঙ্গে সঙ্গে খোল-করতালি বাজিতে লাগিল। ঠাকুর ভক্তসঙ্গে নাচিতেছেন— अङट्जा ज्राञान्न भन धन्नब्रा श्राञाभत्र नौज कञटल । (শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে!) যত বিষয়-মধ্য তুচ্ছ হল কাম দি কুসমে সকলে৷ চরণ কাল ভ্রমর, কাল, কালয় কালো মিশে গেল। পণ্য তত্ত্ব, প্রধান মত্ত, রঙ্গ দেখে ভঙ্গ দিলে৷ কমলাকান্তের মনে, আশাপণ এতদিনে। তার সখে-দঃখ সমান হ’ল আনন্দ-সাগর-উথলে৷