পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कचिरपथ्वत्र-बान्नान-बषिणाणा*ि ब्राचीनभाक উপদেশ ৩১ , “হে ঈশ্বর, তুমি কত্তা আর আমি অকৰ্ত্তা, এরই নাম জ্ঞান। "নীচু হলে তবে উচু হওয়া যায়। চাতক পাখীর বাসা নুচে; কিন্তু ওঠে খুব উচুতে। উচু জমিতে চাষ হয় না। খাল জমি চাই, তবে জল জমে তবে চাষ হয়।” [গহস্থলোকের সাধনসঙ্গ প্রয়োজন—ঘথাথ দরিদ্র কে?] “একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়ীতে কেবল বিষয়ের কথা। রোগ লেগেই আছে। পাখী দাঁড়ে বসে তবে রাম রাম বলে। বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যা করবে। “টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ীর একটি লক্ষণ যে, সব ঘরে আলো থাকে। গরীবেরা তেল খরচ করতে পারে না তাই তত আলো বন্দোবসত করে না। এই দেহমন্দির অন্ধকারে রাখতে নাই, জ্ঞানদীপ জেলে দিতে হয়। “জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখ না। [প্রার্থনা-তত্ত্ব-চৈতনের जक्रण] “সকলেরই জ্ঞান হতে পারে। জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা কর— সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়ীতেই খাটানো আছে। গ্যাস কোম্পানীর কাছে গ্যাস পাওয়া যায়। আরজি কর; করলেই গ্যাস, বন্দোবস্ত করে দেবে—ঘরেতে আলো জলবে। শিয়ালদহে আপিস আছে। (সকলের হাস্য)। 鸣 “কারীর চৈতন্য হয়েছে। তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভাল লাগে না। আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভাল লাগে না। যেমন সাত সমদ্র, গঙ্গা, যমনা, নদী সব তাতে জল রয়েছে; কিন্তু চাতক ব্যটির জল চাচ্ছে। তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তব অন্য জল খাবে না ।