পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুথ পরিচ্ছেদ टैोब्राश्रणाण अङ्कङिब्र गान ७ धैोब्राञङ्कटकब्र नञाक्षि ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গাহিতে বলিলেন। রামলাল ও কালীবাড়ীর একটি ব্রাহ্মণ কমচারী গাহিতেছেন। সঙগতের মধ্যে একটি বাঁয়ার ঠেকা— (s)- चलि-बाग्माबर्टन बाण बम् िकब्र कबञ्जार्श्वाङि । ওহে ভক্তিপ্রিয়, আমার ভক্তি হবে রাধাসতী৷ মুক্তি কামনা আমারি, হবে বন্দে গোপনারী, . দেহ হবে নন্দেরপুরী, স্নেহ হবে মা যশোমতী ॥ আমায় ধর ধর জনান্দন, পাপভার গোবদ্ধন, কামাদি ছয় কংসচরে ধবংস কর সম্প্রতি ৷ বাজায়ে কৃপা বাঁশরী, মনধেনকে বশ করি, তিষ্ঠ-হৃদি-গোঠে পরোও ইন্ট এই মিনতি। আমার প্রেমরপে যমনা-কলে, আশাবংশীবটমলে, সবদাস ভেবে সদয়-ভাবে, সতত কর বসতি। “ যদি বল রাখাল-প্রেমে, বন্দী থাকি ব্রজধামে, জ্ঞানহীন রাখাল তোমার, দাস হবে হে দাশরথি । (২)— নবনীরদবণ কিসে গণ্য শ্যামচাঁদরপে হেরে, করেতে বাঁশী অধরে হাসি, রাপে ভুবন আলো করে। জড়িত পীতবসন, তড়িত জিনি ঝলমল, আন্দোলিত চরণাবধি হদিসরোজে বনমাল, নিতে যাবতী-জাতিকুল, আলো করে যমনাকলে, নন্দকুলচন্দ্র যত চন্দ্র জিনি বিহরে। শ্যামগুণধাম পশি, হাম হৃদি-মন্দিরে, প্রাণ মন জ্ঞান সখী হরে নিল বাঁশীর সবরে, গঙ্গানারায়ণের যে দুঃখ সে কথা বলিব কারে, জানতে যদি যেতে গো সখী যমনায় জল আনিবারে। (७)- लाञानन-आकाट्ल८ङ अन घदक्लि थान छेफ़८ङछिल; কলষের কু-বাতাস পেয়ে গোতা খেয়ে পড়ে গেল। [পাঠা ২২ [ब्रेभ्बन्न जाटङब्र छै•ाग्न अनुब्राग-८णाश्रौद्रष्टञ–‘अनुब्राश बाघ'] শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ’ কাম ক্ৰোধ এই সব রিপদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কামক্লোধাদি থাকে না। গোপীদের ঐ অবস্থা হয়েছিল। কৃষ্ণে অমরোগ।