পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8 aौ♚★ब्रचकृदकथाब्रड-२छ छाग ১৮৮৩, ৮ই এপ্রিল তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবাণবে কর্ণধার (তুমি)। শ্রীরামকৃষ্ণ ভেক্তদের প্রতি)—আহা কি গান! তুমি সবসব আমার ! গোপীরা অকরে আসবার পর শ্রীমতীকে বললে, রাধে! তোর সবসব ধন হরে নিতে এসেছে! এই ভালবাসা। ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগিল— (১)—ধোরো না বোরো না রথচক্র রথ কি চক্ৰে চলে, যে চক্লের চক্ৰী হরি যার চক্লে জগৎ চলে। (২)—প্যারী! কার তরে আর, গাঁথো হার যতনে। গান শনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিসিন্ধমধ্যে মগন হইলেন! ভক্তেরা একদণ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন। আর সাড়া শব্দ নাই। ঠাকুর সমাধিপখ! হাতজোড় করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে। [ क्रेश्वबटब्रब्र गिश्ङ कथा–टैोब्राञङ्कटकब्र नर्स्थान -कृक् जबभिन्न ] অনেকক্ষণ পরে ঠাকুর একটা প্রকৃতিপথ হইলেন। কিন্তু সমাধির মধ্যে যাঁকে দশন করিতেছিলেন, তাঁর সঙ্গে কি কথা কহিতেছেন। একটি আধটি কেবল ভক্তদের কানে পোছতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন— “তুমিই আমি আমিই তুমি। তুমি খাও; তুমি আমি খাও!..বেশ কিন্তু কচ্ছে। “এ কি নাবা লেগেছে। চারিদিকেই তোমাকে দেখছি! “কৃষ্ণ হে দীনবন্ধ প্রাণবল্লভ L গোবিন্দ!” প্রাণবল্লভ ! গোবিন্দ! বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে—অতৃপ্ত-নয়নে বার বার দেখিতেছেন। পঞ্চম পরিচ্ছেদ ॐीब्राभङ्कटकब्र क्रेथ्बब्राह्बण, डाँशब्र भट्टथ श्रेथ्बट्ब्रब्र बाणौ [ শ্ৰীযন্ত অধর সেনের দ্বিতীয় দশন—গহন্থের প্রতি উপদেশ ] শ্রীরামকৃষ্ণ সমাধিপথ। ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুন্দিকে উপবিট। শ্রীযন্ত অধর সেন কয়টি বন্ধ সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঠাকুরকে এই দ্বিতীয় দশন করিতেছেন। অধরের বয়স ২৯ ৩o । অধরের বন্ধ সারদাচরণ পত্ৰশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইনপেক্টর ছিলেন ; পেন্স্যান লইয়া, এবং আগেও তিনি সাধন-ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরপে সান্দ্রনালাভ করিতে পারিতেছেন না।