পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&S éीäीढ़ाबङ्गदकधाग्रड-२ञ्च छाण [ ১৮৮৩- ৪ঠা জনে (N পতিতপাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া কর্ণামাখা স্বরে বলিতেছেন—“তোরা অমনি প্রণাম করবি।” এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, “একটা গান শোন ।” তাহাকে গান শনাইতেছেন— (s)-अछटला आश्राब्र श्रन-धयब्रा *Tाभा°ाम-नौव्नकभ८ळ । শ্যামাপদ-নীলকমলে,—কালীপদ-নীলকমলে। চরণ কালো, ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল, .তায় পঞ্চতত্ত্ব, প্রধান মত্ত, রঙ্গ দেখে ভঙ্গ দিলে। কমলাকাতোঁর মনে, আশা পাণ এত দিনে, সুখ দুখ সমান হ’লো, আনন্দ-সাগর উথলে। (২)—শ্যামাপদ আকাশেতে মনঘড়ি খান উড়তেছিল। কুলষের কুবাতাস পেয়ে গোপতা খেয়ে পড়ে গেল। মায়াকান্না হোলো ভারী, আর আমি উঠাতে নারি, দারাসত কলের দড়ি, ফাঁস লেগে সে ফেসে গেল। জ্ঞানমন্ড গেছে ছিাড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে 電 মাথা নাই সে আর কি উড়ে সঙ্গের ছ'জন জয়ী হ’ল। ভক্তিডোরে ছিল বাঁধা, খেলতে এসে লাগলো ধাঁধা, নরেশচন্দ্রের হাসা কাঁদা, না আসা এক ছিল ভাল । (৩)—আপনাতে আপনি থেকো মন যেওনাকো কারো ঘরে। যা’ চাবি তাই বসে পাবি, খোঁজ নিজ অতঃপরে ॥ পরমধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে। কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দয়ারে।