পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 。 छैोर्टेोब्रामकृककथाञाड-२क्क ऊाश ১৮৮৩, ৫ই জন | তার আবার ছেলের পৈতে। কোথায় বসায়? আমরা পাশের ঘরে যাচ্ছিলাম, তা বলে উঠলো ও ঘরে মেয়েরা, যাবেন না। মহা অপ্রস্তুত। সেজোবাব ফেরবার সময় বললে, বাবা! তোমার কথা আর শনবো না। আমি হাসতে লাগলাম। " “কি অবস্থাই গেছে! কুমার সিং সাধ ভোজন করাবে, আমায় নিমন্ত্রণ কল্পে। গিয়ে দেখলাম, অনেক সাধন এসেছে। আমি বসলে পরে সাধারা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা কল্লে ; যাই জিজ্ঞাসা করা, আমি আলাদা বসতে গেলাম। ভাবলাম অত খবরে কাজ কি। তার পর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে, কেউ কিছ না বলতে বলতে আমি আগে খেতে লাগলম। সাধারা কেউ কেউ বলতে লাগলো শনতে পেলাম, ‘আরে এ কেয়া রে! च्बिङ"ौम्न *ार्गब्रटणकृन झाछब्राब्र जळण्ग कथा-ग:ब्राणिषा नरबाझ বেলা পাঁচটা হইয়াছে। ঠাকুর বারান্দার কোলে যে সিড়ি, তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। হাজরার ভাব সোহহং’। শ্রীরামকৃষ্ণ (হাজরার প্রতি)–হাঁ সব গোল মেটে ;—তিনিই আস্তিক, তিনিই নাস্তিক : তিনিই ভাল, তিনিই মন্দ ; তিনিই সৎ তিনিই অসৎ ; জাগা, ঘমে এ সব অবস্থা তাঁরই ; আবার তিনি এসব অবস্থার পার। “একজন চাষার বেশী বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্ৰমে বড় হলো। একদিন চাষা ক্ষেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে, ছেলেটির ভারী অসুখ। ছেলে যায় যায়। বাড়ীতে এসে দেখে, ছেলে মারা গেছে। পরিবার খবে কাঁদছে, কিন্তু চাষার চক্ষে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরো দুঃখ করতে লাগলো যে, এমন ছেলেটি গেল এর চক্ষে একটা জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জান ? আমি কাল স্বপন দেখেছিলাম যে, রাজা হয়েছি, আর সাত ছেলের বাপ হয়েছি। বপনে দেখলাম যে, ছেলেগুলি রপে গণে সন্দের। ক্ৰমে বড় হ’ল বিদ্যা ধর্ম উাপাজ’ন ক’ল্লে। এমন সময় আমার ঘমে ভেঙ্গে গেল ; এখন ভাবছি যে, তোমার ঐ এক ছেলের জন্য কাঁদবো, কি আমার সাত ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবসথাও তেমনি সত্য। . @