পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

心良 छैोप्लेब्राबकृककथाबाङ-देब्र खाग L ১৮৮৩- ১৫ই জন গাড়ী পৌছলে দেখতে পেলম কত নীচে এসেছি। আহা, পরষদের বয়েতে দেয় না! কাপ্তেন বলে, আমার স্ত্রী জ্ঞানী ভূতে যাকে পায়, সে জানে না যে, ভূতে পেয়েছে! সে বলে, বেশ আছি। (সকলে নিস্তব্ধ)। “সংসারে শধ্যে যে কামের ভয়, তা নয়। আবার ক্ৰোধ আছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্ৰোধ।” মাস্টার—আমার পাতের কাছে বেড়াল নলো বাড়িয়ে মাছ নিতে আসে, আমি কিছু বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ—কেন! একবার মারলেই বা, তাতে, দোষ কি ? সংসারী ফোঁস করবে! বিষ ঢালা উচিত নয়। কাজে কার অনিষ্ট যেন না করে। কিন্তু শত্রদের হাত থেকে রক্ষা পাবার জন্য ক্লোধের আকার দেখাতে হয়। ना शहल भद्यदज्ञा ७८न उर्भानष्प्ले कब्रट्व । ङाशौब्र ८काँटनब्र नब्रकाब्र नाहे । একজন ভক্ত—মহাশয়, সংসারে তাঁকে পাওয়া বড়ই কঠিন দেখছি। কটা লোক ওরকম হতে পারে ? কৈ ! দেখতে তো পাই না। শ্রীরামকৃষ্ণ—কেন হবে না ? ওদেশে শুনেছি, একজন ডেপুটি, খব লোক --প্রতাপ সিং; দান ধ্যান, ঈশ্বরে ভক্তি, অনেক গণ আছে। আমাকে লতে পাঠিয়েছিল। এই রকম লোক আছে বৈ কি। • ण्बिज्रौन्न गिब्रटझाङ्ग .সাধনার প্রয়োজন—গরবাক্যে বিশ্বাস, ব্যাসের বিশ্বাস শ্রীরামকৃষ্ণ-সাধন বড় দরকার। তবে হুবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয়, তা হলে আর বেশী খাটতে হয় না। গরবোক্যে বিশ্বাস! “ব্যাসদেব যমনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর! এখন কি হবে। ব্যাসদেব বললেন, আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে ? গোপীদের কাছে দুধ ক্ষীর, নবনী অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললেন, ঠাকুর পারের কি হলো। ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন; বললেন, হে যমানে, যদি আজ কিছল খেয়ে না থাকি, তোমার জল দভোগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দধারে সরে গেল। গোপীরা অবাক ; ভাবতে লাগলো উনি এইমাত্র এত খেলেন; আবার বলছেন, যদি আমি কিছ খেয়ে না থাকি ?’ “এই দঢ় বিশ্ববাস। আমি না, হৃদয়মধ্যে নারায়ণ; তিনি খেয়েছেন। “শঙ্করাচাৰ এদিকে ব্ৰহ্মজ্ঞানী; আবার প্রথম প্রথম ভেদ-বন্ধিও ছিল। তেমন বিশ্ববাস ছিল না। চণ্ডাল মাংসের ভাঁড় লয়ে আসছে, উনি গঙ্গাস্নান