পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীমন্দিরে टाँथम ब्रिट्क्लन

  • ार्ग-७ङ ७ नाथद्ब्र थ८ख्म-कर्गजबटश नाब्रमौग्न छाङ

আজ বধেবার, ভদ্রমাসের কৃষ্ণাদশমী তিথি, ২৬শে সেপ্টেম্বর, ১৮৮৩ খৃস্টাব্দ। বধেবারে ভক্তসমাগম কম, কেন না সকলেরই কাজ কম আছে। ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দশন করিতে আসেন। মাস্টার বেলা দেড়টার সময় ছয়টি পাইয়াছেন, তিনটার সময় দক্ষিণেশ্বরে কালীমন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত। এ সময় রাখাল, লাট ঠাকুরের কাছে প্রায় থাকেন। আজ দুই ঘণ্টা পাবে কিশোরী আসিয়াছেন। ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন। মাল্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পাড়িলেন। শ্রীরামকৃষ্ণ (মাছটারের প্রতি)—হ্যাগা, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল ? (সহস্যে) নরেন্দ্র বলেছে, উনি এখনও কালী ঘরে যান; যখন ঠিক হয়ে যাবে, তখন আর কালীঘরে যাবেন না। "এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ীর লোকেরা বড় ব্যাজার। সে দিন এখানে এসেছিল, গাড়ী করে। সুরেন্দ্র গাড়ীভাড়া দিছলো। তাই নরেন্দুের পিসী সরেন্দ্রের বাড়ী গিয়ে ঝগড়া করতে গিছলো।” ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোথান করিলেন। কথা কহিতে কহিতে উত্তর-পব বারান্দায় গিয়া দাঁড়াইলেন। সেখানে হাজরা, কিশোরী, রাখালাদি ভক্তেরা আছেন। অপরাহু হইয়াছে। শ্রীরামকৃষ্ণ—হ্যাগা, তুমি আজ যে বড় এলে ? স্কুল নাই ? মাস্টার—আজ দেড়টার সময় ছয়টি হয়েছিল। শ্রীরামকৃষ্ণ—কেন এত সকাল ? মাল্টার—বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন। স্কুল বিদ্যাসাগরের, তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছটি দেওয়া হয়। [बिनप्रणाभन्न ७ जङ कथा-टैंोञएथ-कथज्र क्रांब्रिज्राश्राप्छ] শ্রীরামকৃষ্ণ—বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন ? “সত্যবচন, পরস্ত্রী মাতৃসমান। এইসে হরি না মিলে তুলসী বটেজবান।” 令夺一座 /