পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이는 छैटौब्राबङ्गककथाबा७-२म्न छाण [ s४४७, २४८° न८७म्बन्न Q [अश्नान्ञाऊा मशन ७ ठाँशब्र नाश ऊ कथा-Immortality of the Soul] - N. বলিতে বলতে ঠাকুর আবার কি দেখিতেছেন। বলছেন— “এই ষে মা এসেছো ! আবার বারানসী কাপড় পড়ে কি দেখাও। মা হ্যাঙগাম কোরোনা! বোসো গো বোসো!” ঠাকুরের মহাভাবের নেশা চলিতেছে। ঘর আলোকময়। ব্রাহ্মভক্তেরা চতুন্দিকে আছেন। লাট রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসিয়া আছেন ঠাকুর ভাবাবস্থায় আপনা আপনি বলিতেছেন— “দেহ আর আত্মা। দেহ হয়েছে আবার যাবে! আত্মার মৃত্যু নাই। যেমন সপোরি; পাকা সপোরি ছাল থেকে আলাদা হয়ে থাকে, কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত। তাঁকে দশন করলে, তাঁকে লাভ করলে দেহবৃদ্ধি যায়! তখন দেহ আলাদা, আত্মা আলাদা বোধ হয়।” কেশবের প্রবেশ । কেশৰ ঘরে প্রবেশ করিতেছেন। পবেদিকের দ্বার দিয়া আসিতেছেন। যাঁহারা তাঁহাকে ব্রাহ্মসমাজ মন্দিরে বা টাউনহলে দেখিয়াছিলেন। তাঁহারা তাহার অস্থিচমসার মাত্তি দেখিয়া অবাক হইয়া রহিলেন। কেশব দাঁড়াইতে পারিতেছেন না, দেয়াল ধরিয়া ধরিয়া অগ্রসর হইতেছেন। অনেক কটের পর কোঁচের সম্মখে আসিয়া বসিলেন। ঠাকুর ইতিমধ্যে কোঁচ হইতে নামিয়া নীচে বসিয়াছেন। কেশব ঠাকুরের দশনলাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন। প্রণামান্তর উঠিয়া বসিলেন। ঠাকুর এখনও ভাবাবস্থায়। আপনা আপনি কি বলিতেছেন। ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন।