পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩৯ শ্ৰীশ্ৰীগুরুদেব—শ্ৰীপাদপদ্মভরসা পূজাও নিবেদন নিরঞ্জনং নিত্যমনস্তরূপম, ভক্তাহকম্পাৰ্বতবিগ্ৰহং বৈ । ঈশাবতারং পরমেশমীড্যাম, তং রামকৃষ্ণং শিরসা নমামঃ ॥ প্রভু, আজ শ্ৰীশ্ৰীকৃষ্ণের জন্মাষ্টমী আবার উপস্থিত। শ্ৰীকথামৃত পঞ্চম ভাগ, প্রকাশিত হইল। এই নৈবেদ্য ইতিপূৰ্বেই শ্রম নিত্যধামে স্বয়ং আপনার নিকট লইয়া গিয়াছেন । ‘শ্রম’র দেহাস্তের সঙ্গে ঐকথামৃত আর বাহির হইবার সম্ভাবনা রছিল না । বোধ করি আপনার কার্য্যের অমুকূলে আপনার অমৃতময়ী বাণী যথেষ্ট প্রচারিত হইয়াছে—তাই আপনার এই কাৰ্য্য এখানেই বন্ধ করিলেন। সৰ্ব্বকালে আপনার ইচ্ছাই জয়যুক্ত হউক । পঞ্চম ভাগে প্রকাশিত বিষয়গুলি খণ্ড, পরিচ্ছেদে "শ্ৰীম’ই সাজাইয়া রাখিয়া দিয়াছিলেন এবং তাহার মরলোক ত্যাগের পূর্বেই পুস্তকের অনেকটা মুদ্রিত হইয়া গিয়াছিল। আমরা কেবল শেষাংশের মুদ্রণ কাৰ্য্যের তত্ত্বাবধান, সুচীপত্রে সম্পূর্ণ স্বচী ও দিন-পঞ্জিকা যোগ করিয়া দিয়াছি মাত্র। এই সম্পর্কে যদি কিছু ক্রটী বা ভ্রম প্রমাদ ঘটিয়া থাকে তাহার জন্ত আমরাই দায়ী। এজন্ত, প্রভু, আপনি দয়া করিয়া আমাদিগকে ক্ষমা করুন, আপনার পাদপদ্মে এই প্রার্থনা । ইতি— ৮ই ভাদ্র ১৩৩৯, শ্ৰীশ্ৰীকৃষ্ণের জন্মাষ্টমী, ১৩২, গুরুপ্রসাদ চৌধুরী লেন, ঠাকুরবটী কলিকাতা, আপনার একাত্ত শরণাগত অবৃতি সন্তানগণ e/ما