পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম খণ্ড গ্ৰথম পরিচ্ছেদ গ্রীরামকৃষ্ণ অধরের বাড়ী দুর্গাপূজা মহোৎসবে শ্ৰীযুক্ত অধরের বাড়ীতে ৮নবমীপূজার দিনে ঠাকুর দালানে ত্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। সন্ধ্যার পর শ্ৰীশ্ৰীদুৰ্গার আরতি দর্শন করিতেছেন। অধরের বাড়ী দুর্গাপূজা মহোৎসব, তাই তিনি ঠাকুরকে নিমন্ত্ৰণ করিয়া আনিয়াছেন। আজ বুধবার, ১০ই অক্টোবর ১৮৮৩ খৃষ্টাব্দ, ২৪শে আশ্বিন ; শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে আসিয়াছেন, তন্মধ্যে বলরামের পিতা ও অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল-ইনস্পেক্টর সারদাবাবু আসিয়াছেন। অধর প্রতিবেশী ও আত্মীয়দের vপূজা উপলক্ষ্যে নিমন্ত্ৰণ করিয়াছেন, তাহারাও অনেকে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাড়াইয়া আছেন। ভাবাবিষ্ট হইয়া মাকে গান শুনাইতেছেন। অধর গৃহীভক্ত, আবার অনেক গৃহীভক্ত উপস্থিত, ত্রিতাপে তাপিত তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্ত জগৎমাতাকে স্তব করিতেছেন— তার ভারিণী। এবার তারো ত্বরিত করিয়ে, তপন-তনয়-ত্ৰাসে ত্রাসিত, যায় মা প্রাণি ॥ জগত অন্ধে জন-পালিনী, জন-মোহিনী জগত-জননী। যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরি লীলায় ॥ বৃন্দাবনে রাধাবিনোদিনী, ব্রজবল্লভবিহারকারিণী। রাসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলাপ্রকাশ ॥ গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী তুমি মা গঙ্গে গতি-দায়িনী ; গান্ধার্বিকে গৌরবরণী গাওয়ে গোলকে গতি গুণ তোমার।