পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ী দুর্গাপূজা মহোৎসবে సిet, গান— ভাব কি ভেবে পরাণ গেল । যার নামে হরে কাল, পদে মহাকাল, তার কেন কালরূপ হল ॥ কালরূপ অনেক আছে, এ বড় আশ্চৰ্য্য কাল, যারে হৃদি মাঝে রাখলে পরে, হৃদ পদ্ম করে আলো ॥ রূপে কালী, নামে কালী কাল হতে অধিক কালে । ও রূপ যে দেখেছে, সে মজেছে অন্তরূপ লাগে না ভাল ॥ প্রসাদ বলে কুতূহলে এমন মেয়ে কোথায় ছিল, না দেখে নাম শুনে কাণে মন গিয়ে তায় লিপ্ত হল। অভয়ার শরণাগত হলে সকল ভয় যায়, তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাহিতেছেন— অভয় পদে প্রাণ সপোছ । আমি আর কি যমের ভয় রেখেছি ॥ কালীনাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি। আমি দেহ বেচে ভবের হাটে দুর্গানাম কিনে এনেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। এবার শমন এলে হৃদয় খুলে, দেখাব তাই বসে আছি ॥ দেহের মধ্যে ছ’জন কুজন তাদের ঘরে দূরে করেছি। রামপ্রসাদ বলে দুর্গ বলে, যাত্রা কোরে বসে আছি। শ্ৰীযুক্ত সারদাবাবু পুত্ৰশোকে অভিভূত, তাই তার বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন। তিনি গৌরাঙ্গ ভক্ত। তাহাকে দেখিয়া ীিরামকৃষ্ণের শ্ৰীগৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে। ঠাকুর গাছিতেছেন— ملے १ोंकोश्रांमाब्र अत्र ८कनं८भौब्र एण । *( ৪র্থ ভাগ—১৯ খণ্ড )