পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

♚२३ শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত-৫ম ভাগ [ ১৮৮৩, ১৮শে ডিসেম্বর যখন মন্দিরে আসিয়া পৌছিলেন, তখন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস থেলিতেছিলেন। ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন, দেখেছ, এ সব স্থানে তাস খেলা ! এখানে ঈশ্বর চিন্তা করতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বটীতে আসিয়াছেন। তাহার সঙ্গে অনেকগুলি বাবু আসিয়াছেন। যদু বলিতেছেন ‘এসো ‘এসো। পরস্পর কুশল প্রশ্নের পর, শ্রীরামকৃষ্ণ কথা কছিতেছেন । শ্রীরামকৃষ্ণ (সহস্তে )—তুমি অতো ভাড়, মোসাহেব, রাখে। কেন ? যদু (সহস্তে )—তুমি উদ্ধার করবে বলে। (সকলের হাস্ত ) ৷ স্ত্রীরামকৃষ্ণ—মোসাহেবর মনে করে বাবু তাদের টাকা ঢেলে দিবে। কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শৃগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না। সে চরে বেড়ায়, ওটাও সঙ্গে সঙ্গে ৷ শৃগালট মনে করেছে ওর অণ্ডের কোয ঝুলছে সেইটে কখনো না কখনো পড়ে যাবে আর আমি খাব । বলদটা কখনে লুমোয়, সেও কাছে শুয়ে ঘুমোয় ; আর যখন উঠে চরে বেড়ীয় সেও সঙ্গে সঙ্গে থাকে। কতদিন এইরূপে যায়, কিন্তু কেমটা প’ডলে না ; তখন সে নিরাশ হয়ে চলে গেল (সকলের ছাস্ত ) ৷ মোসাহেবদের এইরূপই অবস্থ}। --مي যন্ধু ও তাছার মাতাঠাকুরাণ শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জলসেবা করাইলেন | झु છે.