পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ বুধবার ১৯শে ডিসেম্বর ১৮৮৩ খৃঃ অঃ, বেল ৯টা হইয়া গিয়াছে। খ্রীরামকৃষ্ণের সহিত মণির কথা চলিতেছে (চতুর্থ ভাগ, ৭ম খণ্ডে বিবৃত ) পঞ্চবটমূলে। মণি ( শ্রীরামকৃষ্ণের প্রতি)—জ্ঞান ভক্তি দুইই কি হয় না ? শ্রীরামকৃষ্ণ—খুব উচু ঘরের হয়। ঈশ্বরকোটির হয় যেমন চৈতন্যদেবের। জীববোটীর আলাদা কথা । “আলো ( জ্যোতি: ) পাচ প্রকার। দীপ আলোক, অন্যান্ত অগ্নির আলো, চান্দ্র তালে, সৌর আলো ও চান্দ্র সৌর একাধারে। ভক্তি চন্দ্র ; জ্ঞানস্বৰ্য্য। *কখনো কখনো আকাশে সুর্য্য অস্ত যেতে না যেতে চন্দ্রোদয় দেখা যায়। অবতারাদির ভক্তি-চন্দ্র জ্ঞান-স্বৰ্য্য একাধায়ে দেখা যায়।” "মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয় ? আধার বিশেষ। কোন ধাশের ফুটে বেশী, কোন বাশের খুব সরু ফুটে । ঈশ্বর বস্তু ধারণ কি সবল আধারে হয়। একসের ঘটতে কি দু সের দুধ ধরে।” মণি-কেন, তার কৃপায় ? তিনি কৃপা করলে তো ছুচের ভিতর উট যেতে পারে ? শ্রীরামকৃষ্ণ—কিন্তু কৃপা কি আমনি হয় ? ভিখারী যদি পয়সা চায় দেওয়া যায়। কিন্তু একবারে যদি রেলভাড়া চেয়ে বসে ! মণি নিঃশব্দে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণও চুপ করিয়া আছেন। হঠাৎ বলিতেছেন, ই বটে, কারু কারু আধারে তার কৃপা হলে হতে পারে ; দুইই হতে পারে। প্ৰণাম পূর্বক মণি বেলতলার দিকে যাইতেছেন। বেলতলা হইতে ফিরিতে দুপ্রহর হইয়া গিয়াছে। দেরী দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। মণি সতরঞ্জ, আসন, জলের ঘটী