পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ খণ্ড গ্ৰথম পরিচ্ছেদ গ্রীযুক্ত রামচন্দ্রের বাগানে গ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে শ্ৰীরামকৃষ্ণ আজ রামচত্রের নূতন বাগান দেখিতে যাইতেছেন। ২৬শে ডিসেম্বর, ১৮৮৩ খৃষ্টাব্দ, বুধবার । রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন। দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান। সুরেজের বাগানের কাছে তিনি নূতন বাগান করিয়াছেন। তাই ত্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন। গাড়ীতে মণিলাল মল্লিক, মাষ্টার ও আরও দু একটা ভক্ত আছেন। মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত। ব্রাহ্ম ত জ্ঞেরা অবতার মানেন না । ঐরামকৃষ্ণ ( মণিলালের প্রতি )—তাকে ধ্যান করতে হলে, প্রথমে উপাধিশুস্ত তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত। তিনি নিরুপাধি, বাক্যমনের অতীত ! কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন । &

  • তিনি মামুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধা । মানুষের ভিতর নারায়ণ। দেহটী আবরণ, যেন লণ্ঠনের ভিতর আলো জলছে। অথবা সার্সির ভিতর বহুমূল্য জিনিষ দেখছি!”

গাড়ী হইতে অবতরণ করিয়া বাগানে পৌছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে ঠাকুর প্রথম তুলসী-কানন দর্শন করিতে যাইতেছেন। তুলসীকানন দেখিয়া ঠাকুর দাড়াইয়া দাড়াইয়া বলিতেছেন, "বাঃ বেশ যায়গা, এখানে বেশ ঈশ্বরচিস্ত হয়।” ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন। রামচজ থালায় করিয়া বেদান, কমলানেবু ও কিঞ্চিৎ মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন। ঠাকুর ভক্তসঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন। ൺ:ജങ്ങ്* אחי": ליי סאו,";