পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^8 o শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ কথামৃত-৫ম ভাগ [ ১৮৮৪, ৯ই মার্চ আবার অধরকে বলিতেছেন—এই হাতটাতে একটু হাত বুলাইয়া দিতে পার ? মণিলাল মল্লিক ও ভবনাথ Exhibition-এর কথা বলিতেছেন— »vvo-v 8 : A:, Asiatic museum-tan Etzg gÐfÈM Į ŠtefHi বলিতেছেন—কত রাজার বহুমূল্য জিনিষ সব পাঠাইয়াছেন। সোনার খাট ইত্যাদি ;–একটা দেখবার জিনিষ । [ শ্রীরামকৃষ্ণ ও ধন, ঐশ্বৰ্য্য ] শ্রীরামকৃষ্ণ ( ভক্তদের প্রতি সহাস্তে )—হঁ্যা, গেলে একটা বেশ লাভ হয়। ঐ সব সোনার জিনিষ, রাজারাজড়ার জিনিষ দেখে সব ছ্যা হইয়া যায়। সেটাও অনেক লাভ । হৃদে, কলকাতায় যখন আমি আসতাম, লাট সাহেবের বাড়ী আমাকে দেখাত–মামা, ঐ দেখ, লাটসাহেবের বাড়ী, বড় বড় থাম। মা দেখিয়ে দিলেন, কতকগুলি মাটির ইট উচু করে সাজান । “ভগবান ও তার ঐশ্বৰ্য্য। ঐশ্বৰ্য্য দু’দিনের জন্য ; ভগবানই সত্য। বাজীকর আর তার বাজী । বাজী দেখে সব অবাক, কিন্তু সব মিথ্যা ; বাজীকরই সত্য ! বাবু আর তার বাগান। বাগান দেখে, বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয় ।” মণি মল্লিক ( ক্রীরামকৃষ্ণের প্রতি )—আবার কত বড় ইলেক্‌টিক লাইট, দিয়েছে। তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেক্‌টিক লাইট করেছেন । শ্রীরামকৃষ্ণ ( মণিলালের প্রতি )—আবার এক মতে আছে, তিনি এই সব হ’য়ে রয়েছেন ; আবার যে ৰলুছে সেও তিনি। ঈশ্বর মায়া, জীব, জগৎ । মিউজিয়মের কথা পড়িল । [ শ্রীরামকৃষ্ণ ও সাধুসঙ্গ—যোগীর ছবি ] স্ত্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—আমি একবার মিউজিয়মে গেছলুম; তা