পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>●Wア শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ sww०, cग २8 “আর কি বলব, ঐদিকে মন রেখো, ঈশ্বরকে ভুলে না—সরল ভা র্তাকে ডাকলে তিনি দেখা দেবেন।” () “আর একটি কথা,—যাত্রা শেষে কিছু হরিনাম করে উঠে । তাহলে যারা গায় এবং যারা শুনে সকলেই ঈশ্বর চিস্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে।” যাত্রাওয়ালা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। [ শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থাশ্রমের ভক্ত-বধুগণের প্রতি উপদেশ ] দুটা ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। র্তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন, এই জন্ত উপবাস করিয়া আছেন। দুই জা অবগুণ্ঠনবতী, দুই ভায়ের বধু। বয়স ২২/২৩এর মধ্যে, দুইজনেই ছেলেদের মা ! স্ত্রীরামকৃষ্ণ (বধুদিগের প্রতি –দেখ, তোমরা শিবপূজা কোরে । কি করে পূজা করতে হয় নিত্যকৰ্ম্ম বলে বই আছে, সেই বই পড়ে দেখে লবে। ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জলখাবার সাজান, এই সকল করতে হলে ঐ দিকেই মন থাকবে। হীন বুদ্ধি, রাগ, হিংসা, এ সব চলে যাবে। দুই জায়ে যখন কথাবার্তা কইবে, তখন ঠাকুরদেরই কথাবার্তা কইবে। [ Sree Ramakrishna and the value of Image worship | “কোন রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা । একবারও যেন তাকে ভোলা না হয় ; যেমন তেলের ধারা, তার ভিতর ফাক নাই ! একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তি ভাবে পূজা কর, তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে।” “আগে যা বলুলুম শিব পূজা—এই সব পূজা করতে হয় ; তার পর পাকা হয়ে গেলে বেশীদিন পূজা করতে হয় না। তখন সৰ্ব্বদাই মনের যোগ হয়ে থাকে ; সৰ্ব্বদাই স্মরণ মনন থাকে।” বড় বধু (গ্রীরামকৃষ্ণের প্রতি )—আমাদের কি একটু কিছু বলে দেবেন ? ...మతతత*

-ساپ