পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wh শ্ৰী শ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ, [ ১৮৮২, ১১ই মার্চ শ্রীরামকৃষ্ণ—তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন, সদবুদ্ধি তিনিই দেন, অসদবুদ্ধিও তিনিই দেন। [ পাপীর দায়িত্ব ও কৰ্ম্মফল ] প্রতিবেশী—তবে পাপ করলে আমাদের কোন দায়িত্ব নাই! শ্রীরামকৃষ্ণ—ঈশ্বরের নিয়ম যে, পাপ করলে তার ফল পেতে হবে । লঙ্কা খেলে তার ঝাল লাগবে না ? সেজোবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হ’ল। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়ীতে ভোগ রাধবার অনেক সুদরী কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জলে যায়, তখন ভিতরে যে জল আছে, টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাচফোচ করে উকুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এ সব থেকে সাবধান হ’তে হয়। দেখো না, হকুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়লো, অশোকবনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী—তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন ? শ্রীরামকৃষ্ণ—তার ইচ্ছা, তার লীলা । তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে, অন্ধকার থাকৃলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিষিট বটে, তবে তিনি দিয়েছেন কেন ? মহৎ লোক তয়ের করবেন ব’লে । ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় । জিতেন্দ্রিয় কি না করতে পারে ? ঈশ্বরলাভ পর্য্যন্ত র্তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার স্বষ্টি-লীলা চলছে। "দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজার বড়ই দুৰ্দ্দাস্ত হয়েছিল, তখন গোলোক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হ’ল । তার নামে প্রজারা কাপতে লাগল—এতো কঠোর শাসন। সবই দরকার। সীতা