পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all Religions as true. I am proud to tell you that I belong to a religion into whose sacred language the Sanskrit, the world “exclusion' is untranslatable." গ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, কৰ্ম্মযোগ ও স্বদেশহিতৈষণা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সৰ্ব্বদা বলিতেন, ‘আমি ও আমার’ এইটা অজ্ঞান, ‘তুমি ও তোমার’ এইট জ্ঞান। একদিন শ্রমুরেশ মিত্রের বাগানে মহোৎসব হইতেছিল, রবিবার, ১৫ই জুন, ১৮৮৪ খৃষ্টাব্দ । ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মসমাজের কয়েকজন ভক্তও আসিয়াছিলেন। ঠাকুর প্রতাপচন্দ্র মজুমদার ও অন্তান্ত ভক্তদের বলিলেন,—“দেখ, 'আমি ও আমার এইটির নাম অজ্ঞান। কালীবাড়ী রাসমণি করেছেন, এই কথাই লোকে বলে। কেউ বলে না যে ঈশ্বর করেছেন। ব্রাহ্মসমাজ অমুক ক’রে গেছেন, এই কথাই লোকে বলে। এ কথা আর কেউ বলে না, ঈশ্বর ইচ্ছায় এট হয়েছে। ‘আমি করেছি। এটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়, এ মন্দির আমার নয়, এ কালীবাড়ী আমার নয়, সমাজ আমার নয়, সব তোমারই জিনিষ, এ স্ত্রী-পুত্র-পরিবার এসব কিছুই আমার নয়, সব তোমারই জিনিষ, জ্ঞানীর এ সব কথা । “আমার জিনিয, আমার জিনিষ বলে সেই সকল জিনিষকে ভালবাসার নাম মায়। সবাইকে ভালবাসার নাম দয়া। শুধু ব্ৰাহ্মসমাজের লোকগুলিকে ভালবাসি, এর নাম মায়া । শুধু দেশের লোকগুলিকে ভালবাসি, এর নাম মায়া। সব দেশের লোককে ভালবাস সব ধৰ্ম্মের লোককে ভালবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মাছুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। দয়া থেকে ঈশ্বরলাভ হয়। শুকদেব নারদ এর দয়া রেখেছিলেন।”