পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐীরামকৃষ্ণ, নরেজ, কৰ্ম্মযোগ ও স্বদেশহিতৈষণা ২১৩ ঠাকুরের কথা—শুধু দেশের লোকগুলিকে ভালবাসা, এর নাম মায়া। সব দেশের লোককে ভালবাসা, সব ধৰ্ম্মের লোকদের ভালবাসা। এটি দয়া থেকে হয়—ভক্তি থেকে হয়। তবে স্বামী বিবেকানন্দ অত স্বদেশের জন্ত ব্যস্ত হয়েছিলেন কেন ? স্বামী চিকাগো ধৰ্ম্মমহাসভায় একদিন বলিয়াছিলেন, আমার গরীব স্বদেশবাসীদের জন্য এখানে অর্থ ভিক্ষা করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিলাম ভারি কঠিন,—খৃষ্টধৰ্ম্মাবলম্বীদের নিকট যাহারা খৃষ্টান নয়, তাহদের জন্ত টাকার যোগাড় করা কঠিন। “The crying evil in the East is not religion—they have religion enough ; but it is bread that these suffering millions of burning India cry out for with parched throats.” * * * “I came here to ask aid for my improverished people and fully realised how difficult it was to get help for heathens from Chiristians in a Christian land”—Speech before the Parliament of Religions. ( Chicago Tribune. ) স্বামীর একজন প্রধান শিষ্য সিষ্টার নিবেদিতা ( Miss Margaret Noble ) বলেন যে, স্বামী যখন চিকাগো নগরে বাস করেন, তখন ভারতবাসীদের কাহারও সহিত দেখা হইলে তিনি অতিশয় যত্ন করিতেন, তা তিনি যে জাতিই হউন—হিন্দু হউন বা মুসলমান বা পাশী বা যাহাই হউন । তিনি নিজে কোন ভাগ্যবানের বাটতে অতিথিরূপে থাকিতেন । সেইখানেই নিজের দেশের লোককে লইয়া যাইতেন । গৃহস্বামীরাও র্তাহাদের খুব যত্ন করিতেন ; আর র্তাহারা বেশ জানিতেন যে, তাহদের যত্ন যদি না করেন, তাহা হইলে স্বামীজী নিশ্চয়ই র্তাহাদের গৃহত্যাগ করিয়া স্থানাস্তরে যাইবেন ;— “At Chicago any Indian man attending the great world Bazar, rich or poor, high or low, Hindu, Mahomedan, Parsi, what not, might at any moment be brought by him to his hosts for hospitality and entertainment and they well knew