পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রীরামকৃষ্ণ, নরেজ, কেশব সেন ও সাকার পূজা २२> যা’ পেটে সয় । কারু জন্ত মাছের পোলাও করেছেন। যার পেটের অসুখ তার জন্ত মাছের ঝোল করেছেন। যেটা যার পেটে সয় ।” এ দেশে সাকার পূজা হয়। `ंठेनि মিশনারীরা আমেরিকা ও ইউরোপ এদেশবাসীদিগকে অসভ্য জাতি বলিয়া বর্ণনা করেন । তাহারা বলেন যে, ভারতবাসীরা পুতুল পূজা করেন—ও তাহাদের অবস্থা বড় শোচনীয় ! স্বামী বিবেকানন্দ এই সাকার পূজার অর্থ আমেরিকায় প্রথমেই বুঝাইলেন ; বলিলেন, ভারতবর্ষে পুতুল পূজা হয় না। “At the very outset I may tell you there is no polytheism in India. In every temple, if one stands by and listens, he will find the worshippers applying all the attributes of God to these images.”—s Lecture on Hinduism (Chicago ). ঈশ্বরকে ভাবিতে গেলেই সাকার চিস্তা বই আর কিছু আসিতে পারে না, এ কথা মনোবিজ্ঞান ( Psychology ) সাহায্যে স্বামী“বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন— “Why does a Christian go to Church f Why is the Cross holy Why is the face turned towards the sky in prayers ? Why are there so many images in the Catholic Church Why are there so many images in the minds of Protestants when they prey My brethren, we can no more think about-anything without a material image than we can live without breathing. Onniprsence to almost the whole world means nothing. Has God superficial area If not, then when we repeat the word we think of the extended earth ; that is all.”—s Lecture on Hinduism ( Chicago ). w স্বামীজী আরও বলিলেন, “অধিকারিভেদে সাকার পূজা ও নিরাকার পূজা। সাকার পূজা কুসংস্কার নহে—মিথ্য নহে, নিম্ন স্থানীয় সত্য। If a man can realise his divine nature most easily with the help of an image, would it be right to call it a sin Nor