পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রীরামকৃষ্ণ—নরেজ, কেশব সেন ও পাপবাদ २२७ ঈশ্বরের সস্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আর বাধে কে ? যদি সাপে কামড়ায়,--বিষ নাই, বিষ নাই, জোর ক’রে বল্পে বিষ ছেড়ে যায় । তেমনিই “আমি বদ্ধ নই’ ‘আমি বদ্ধ নই’ ‘আমি মুক্ত এই কথাটি রোক ক’রে বলতে বলতে তাই হয়ে যায়। মুক্তই হয়ে যায়। “খুষ্টানদের একখানা বই ( Bible ) একজন দিলে। আমি পড়ে শুনাতে বল্লাম। তাতে কেবল ‘পাপ’ আর ‘পাপ” ” “তোমাদের ব্রাহ্মসমাজেও কেবল "পাপ’ আর ‘পাপ” । যে ব্যক্তি “আমি বদ্ধ’ বার বার বলে, সে শেষে বন্ধই হয়ে যায় ! যে রাত দিন “আমি পাপী' ‘আমি পাপী', এই করে, সে তাই হয়ে যায়।” “ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই—কি ! আমি তার নাম করেছি, আমার এখনও পাপ থাকবে। আমার আবার বন্ধন কি, পাপ কি ? কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গিয়েছিল একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে, একজন লোক দাড়িয়ে রয়েছে। তাকে বললে, ‘ওরে, তুই আমায় এক ঘটি জল দিতে পারিস্ ? তুই কি জাত ? সে বল্পে, ঠাকুর মশাই, আমি হীন জাত—মুচি”। কৃষ্ণকিশোর বলে, ‘তুই বল, শিব, আর জল তুলে দে।” ভগবানের নাম করলে দেহ মন সব শুদ্ধ হয়ে যায় । কেবল ‘পাপ’ আর ‘নরক’ এ সব কথা কেন ? একবার বল যে অন্যায় কৰ্ম্ম যা করেছি, তা আর করবো না। আর তাহার নামে বিশ্বাস কর।” স্বামীজীও খ্ৰীষ্টানদের এই পাপবাদ সম্বন্ধে বলিলেন, পাপী কে। তোমরা vrstv5Q efFFtĪ, Sons of Immortal Bliss, cēlnits; rí Tert-FH রাত্রিদিন নরকাগ্নির কথা বলেন, সে কথা শুনিও না । “Ye are the children of God, the sharers of immortal bliss, holy and perfect beings. Ye divinities on earth Sinners ? It is a sin to call a man so. Come up, Oh lions ! and shake off the delusion that you are sheep 1 You are