পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२8 শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ পরিশিষ্ট souls immortal spirits free and blessed—and enternal, ye are not bodies ; matter is your servant, not you the servant of matter.” [Lecture on Hinduism (Chicago. ) আমেরিকার হার্টফোর্ড নামক স্থানে স্বামী বক্তৃতা করিবার জন্ত নিমন্ত্রিত হইয়াছিলেন। এখানকার American Consul, Patterson SAR সেখানে উপস্থিত ছিলেন ও সভাপতির কার্য্য করিয়াছিলেন । স্বামী আবার খৃষ্টানদের পাপবাদ সম্বন্ধে বলিলেন, যদি ঘর অন্ধকার হয়, তা হ’লে “অন্ধকার’ ‘অন্ধকার’ ‘অন্ধকার’ করিলে কি হইবে ? আলো জালো, তবে ত হবে— “Shall we advise man to kneel down and cry—O miserable sinner that I am ! No, rather let us remind them of their divine nature. * * If the room is dark do you go about striking your breast and crying, “It is dark I’ No, the only way to get into light is to strike a light then the darkness goes.—The only way to realise the Light above you is to strike the spiritual light within you and the darkness of impurity and sin will flee away. Think of your higher Self, not of your lower.” স্বামী পরমহংসদেবের কাছে একটি গল্প * শুনিয়াছিলেন, সেই গল্পটি বলিলেন—“একটা বাধিনী একটা ছাগলের পাল আক্রমণ করেছিল। পূর্ণগর্ভ, তাই লাফ দিতে গিয়ে ছানা হয়ে গেল। বাঘিনীর মৃত্যু হ’ল। ছানাটি ছাগলের সঙ্গে মাহুষ হ'তে লাগল, আর তাদের সঙ্গে ঘাস খেতে লাগল ও ভ্যা—অ্যা", ভ্যা—অ্যা’, ক’রতে লাগল। কিছুদিন পরে সে ছানাটি বেশ বড় হ’ল। একদিন ছাগলের পালে আর একটি বাধ পড়ল। সে দেখে অবাক যে, একটা বাঘ ঘাস খাচ্ছে, আর ভ্যা ভ্যা করছে, আবার তাকে দেখে ছাগলের মত পালাচ্ছে। তখন তাকে ধরে জলের কাছে নিয়ে গেল ও বলে 'তুইও বাঘ, তুই ঘাস খাচ্ছিস কেন, আর ভ্যা—ভ্যা করছিস কেন—দেখ আমি কেমন মাংস থাচ্চি। তুইও খা ; ঐ দেখ জলে তোর মুখ দেখা যাচ্চে, আমার মত ! বাঘট| সব দেখলে, মাংসেরও আস্বাদ পেলে ।”

  • এই আখ্যায়িকাটি সাংখ্যদর্শনে আছে । আখ্যায়িক প্রকরণ