পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R-8b. শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট প্রত্যাগমনের পর বেলুড় মঠে একটি স্তব রচনা করিয়াছিলেন। স্তবে বলিতেছেন,——যিনি আচণ্ডাল দীন দরিদ্রের বন্ধু জানকীবল্লভ, জ্ঞান ভক্তির অবতার ঐরামচন্দ্ৰ ! যিনি আবার শ্ৰীকৃষ্ণরূপে কুরুক্ষেত্রে গীতারূপ গম্ভীর মধুর সিংহনাদ করিয়া ছিলেন, তিনিই ইদানীং প্রথিত পুরুষ শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। ওঁ নমো ভগবতে রামকৃষ্ণায় Y আচণ্ডালাপ্রতিহতরয়ো যস্ত প্রেমপ্রবাহঃ লোকাতীতোহপাহেই ন জহোঁ লোককল্যাণমার্গম । ত্ৰৈলোকেহপ্যপ্রতিমমহিমা জানকীপ্রাণবন্ধুঃ ভক্ত্যাবৃতজ্ঞানবরবপুঃ সীতয়া যে হি রাম: ৷ স্তন্ধীকৃত্ব প্রলযকলিতম্বাইবে খং মহাস্তং ছিত্বা দূরং প্রকৃতিসহজামন্ধতমিশ্রমিশ্রমে। গীতং শাস্তং মধুরমপি স: সিংহনাদং জগর্জ সোহয়ং জাত: প্রথিতপুত্রনে রামকৃষ্ণস্তিদানীম্। আর একটি স্তোত্র বেলুড়মঠে ও কাশী, মাদ্রাজ, ঢাক প্রভৃতি সকল মঠে আরতির সময় গীত হয় । এই স্তোত্রে স্বামীজী বলিতেছেন—হে দানবন্ধে, তুমি সগুণ আবার ত্রিগুণাতীত, তোমার পাদপদ্ম দিন রাত্ৰি ভজনা করিতেছি না, তাই তোমার শরণাগত। আমি মুখে ভজন করিতেছি, জ্ঞানাতুশীলন করিতেছি, কিন্তু কিছুই ধারণা হইতেছে না তাই তোমার শরণাগত । তোমার পাদপদ্ম চিন্তা করিলে মৃত্যু জয় হয়, তাই আমি তোমার শরণাগত। হে দীনবন্ধো তুমি জগতের একমাত্র প্রাপ্তব্য বস্তু, আমি তোমার শরণাগত । ত্বমেব শরণং মম দীনবন্ধো !