পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ঐযুক্ত অধরলাল সেনের বাড়ীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তসঙ্গে কীৰ্ত্তনাননা ও শ্ৰীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদির সঙ্গে কথোপকথন ] আজ ঠাকুর অধরের বাড়ীতে আসিয়াছেন : ২২শে অগ্রহায়ণ, কৃষ্ণ চতুর্থী তিথি, শনিবার ইংরাজী ৬ই ডিসেম্বর, ১৮৮৪ খৃষ্টাব্দ । ঠাকুর পু্যানক্ষত্রে আগমন করিয়াছেন । অধর ভারি ভক্ত, তিনি ডেপুটী ম্যাজিষ্ট্রেট। বয়ঃক্রম ২৯৩০ বৎসর হইবে। ঠাকুর তাঙ্গাকে অতিশয় ভালবাসেন। অধরেরও কি ভক্তি! সমস্ত দিন অফিসের খাটনির পব, মুখে ও ছাতে একটু জল দিয়াই প্রায় প্রত্যহই সন্ধ্যার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যাইতেন। র্তাহার বাড়ী শোভাবাজার বেনেটোলা । সেখান হষ্টতে দক্ষিণেশ্বর কালীবাড়ীতে ঠাকুরের কাছে গাড়ী করিয়া যাইতেন । এইরূপ প্রত্যঙ্গ প্রায় দুই টাকা গাড়ী ভাডা দিতেন। কেবল ঠাকুরকে দর্শন করিবেন, এই আনন্দ । তাছার শ্ৰমুথের কথা শুনিবেন এমন সুবিধা প্রায় হইত না । পৌছিয়াই ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্ৰণাম করিতেন ; কুশল প্রশ্নাদির পর তিনি মা কালীকে দর্শন করিতে যাইতেন। পরে মেঝেতে মাদুর পাতা থাকিত, সেখানে বিশ্রাম করিতেন। ঠাকুর নিজেই তাহাকে বিশ্রাম করিতে বলিতেন। অধরের শরীর পরিশ্রমের জন্য এত অবসন্ন থাকিত যে তিনি অল্পক্ষণমধ্যে নিদ্রাভিভূত হইতেন। রাত্রি ৯ ১০ টার সময় তাহাকে উঠাইয়া দেওয়া হইত। তিনিও উঠিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আবার গাড়ীতে উঠিতেন। তৎপরে বাড়ীতে ফিরিয়া যাইতেন। অধর ঠাকুরকে প্রায়ই শোভাবাজারের বাড়ীতে লইয়া যাইতেন। ঠাকুর আসিলে তথায় উৎসব পড়িয়া যাইত। ঠাকুর ও ভক্তদের লইয়া অধর খুব আনন্দ করিতেন ও নানারূপে তাহাদিগকে পরিতোষ করিয়া খাওয়াইতেন।