পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԵ օ শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট কেশবাদি ভক্তগণ প্রাঙ্গণে বসিয়া থাইতেছেন। ঠাকুর নীচে আসিয়া তাহাদিগকে খাইয়াইতে লাগিলেন। তাহাদের আনন্দের জন্ত লুচিমোওরি গান গাহিতেছেন ও নাচিতেছেন । এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। কেশবাদি ভক্তগণগাড়ীতে তুলিয়া দিলেন ও পদধূলি গ্রহণ করিলেন। (g) শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্রের বাটীতে রাম, মনোমোহন, কেশব (সন প্রভৃতি ভক্তসঙ্গে, ১৮৮১ খৃষ্টাব্দ গ্ৰথম পরিচ্ছেদ ৮রাজেন্দ্র মিত্রের বাট ঠনঠনে বেচু চাটুয্যের গলি। মনোমোহন বাটতে উৎসবের দিন শ্ৰীযুক্ত কেশব, রাজেন্দ্র বাবুকে বলিয়াছিলেন আপনার বাড়ীতে এইরূপ একদিন উৎসব হয় ত বেশ হয়। রাজেন্দ্ৰ আনন্দিত হইয়৷ তাহার উদ্যোগ করিতেছেন । আজ শনিবার ১০ই ডিসেম্বর ১৮৮১ খৃঃ, ২৬শে অগ্রহায়ণ ১২৮৮ । আজ উৎসব হইবে স্থির হইয়াছে। খুব আনন্দ—অনেক ভক্ত আসিবেন—কেশব প্রভৃতি ব্ৰাহ্মভক্তগণও আসিবেন। এমন সময়ে ব্রান্ধভক্ত ভাই অঘোরনাথের মৃত্যু সংবাদ উমানাথ রাজেন্দ্রকে জানাইলেন। অঘোরনাথ লক্ষেী নগরে রাত দুটার সময় শরীর ত্যাগ করিয়াছেন, সেই রাত্রেই তার যোগে এই সংবাদ আসিয়াছে। ৮ই ডিসেম্বর, ২৪শে অগ্রহায়ণ। উমানাথ পর দিনেই ঐ সংবাদ লইয়া আসিয়াছেন। কেশবাদি ব্রাহ্মভক্তগণ অশৌচ গ্রহণ করিয়াছেন—শনিবারে তাহারা কেমন করিয়া আসিবেন, রাজেন্দ্র চিস্তিত হইলেন।