পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৈনিক চরিত্র—১৮৮২-৮৬ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ভাগের সংক্ষিপ্ত বিবরণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত । [ ১ম ভাগ—উপক্রমণিকা কালীবাড়ী ও উদ্যান । [ ১ম ভাগ –১ম খণ্ড, ১ম পরিচ্ছেদ Sb-b-R ১৮৮২-ফেব্রুয়ারী ২৬, বসন্তকাল, ১৫ই ফাল্গুন ১২৮৮ ফাল্গুন-শুক্লানবমী রবিবার। দক্ষিণেশ্বর। বিষয়—শ্ৰীযুক্ত মাষ্টারের প্রথম দর্শন। সন্ধ্যার সময়। শ্ৰীশ্ৰীঠাকুরের সমাধি অবস্থা দর্শন। মাষ্টারের সহিত নানা বিষয়ে কথা । নরেন্দাদির সহিত কথা, ঠাকুরের গান, শ্ৰীযুক্ত নরেজের গান। উপস্থিত–মাষ্টার, নরেন্দ্র, ভবনাথ রামলাল প্রভৃতি। { ১ম ভাগ – ১ম খণ্ড ১১-৩-৮২—চৈত্র-কৃষ্ণ-সপ্তমী। কলিকাতা, বলরামের বাড়ী। রাত্রি ৮টা ৯টা। বিষয়-কীৰ্ত্তনানন্দে রাখাল প্রভৃতি ভক্তসঙ্গে। রাখালের ভাবাবস্থা। উপস্থিত—রাম, মনোমোহন, রাখাল, নিত্যগোপাল, মাষ্টার প্রভৃতি। [ ৫ম ভাগ—১ম খণ্ড ২-৭-৮২–চৈত্র শুক্ল চতুর্দশী। কলিকাত প্রাণকৃষ্ণের বাড়ী—মহোৎসব। বেলা ১টা, ২টা । বিষয়-প্রাণকৃষ্ণ প্রভৃতির সহিত সাধুসঙ্গের মহিমা সম্বন্ধে সংসারে থাকিয়া ঈশ্বরলাভের কথা ।