পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় খণ্ড গ্ৰথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে (কদারের উৎসব দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তসঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার শ্রাবণ অমাবস্তা ১৩ই আগষ্ট ১৮৮২ খৃঃ অঃ। বেল ৫টা হইবে। শ্ৰীযুক্ত কেদার চাটুয্যে। হালিসহরে বাটী। সরকারী Accountantএর কাজ করিতেন। অনেকদিন ঢাকায় ছিলেন ; সে সময়ে ত্রযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সৰ্ব্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূৰ্ব্বে ব্রাহ্মসমাজভূক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্তসঙ্গে বসিয়া আছেন। রাম, মনোমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাষ্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাছিয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাষ্টার ও অন্যান্ত ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। [ সমাধিতত্ত্ব ও সৰ্ব্বধৰ্ম্ম সমন্বয়-হিন্দু, মুসলমান ও খ্ৰীষ্টান ] f ঠাকুর কথা কহিতে কহিতে সমাধিতত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, *সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়। তখন কৰ্ম্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম কছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন। মৌমাছি ভন্‌ ভন্‌ করে কতক্ষণ ? যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কৰ্ম্মত্যাগ করলে হবে না। পূজা জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়।