পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৩ SS(t উপস্থিভ —ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ, মাষ্টার, রাম, নিত্যগোপাল, কেদার, দক্ষিণেশ্বরনিবাসী বেদাস্তবাদী গৃহস্থ, গোস্বামী, রাখালের বাপ, গিরীন্দ্র, রামলাল, বৃন্দে ঝি, ত্ৰৈলোক্যবাবু। [ ২য় ভাগ—২য় খণ্ড ২৯-৩-৮ –ফাল্গুন কৃষ্ণা-পঞ্চমী । দক্ষিণেশ্বর ( মধ্যাহ্নের পর ) । বিষয়—ব্রাহ্মভক্ত ত্ৰৈলোক্য ও অমৃতের সহিত কথা। রাখাল দৃষ্টে ঠাকুরের সমাধি। গেরুয়া বসন ও সন্ন্যাসী । মিথ্যা ও নববৃন্দাবন নাটক । নিত্যসিদ্ধ । সমাধিতত্ত্ব। উপস্থিত্ত—রাখাল, মাষ্টার, ব্রাহ্মভক্ত ত্ৰৈলোক্য ও অমৃত প্রভৃতি। { ১ম ভাগ—৫ম খণ্ড * -৪-৮৩—ফাঙ্কন-অমাবস্তা । বলরাম মন্দিরে ( মধ্যাহ্ন ও অপরাতু ) । বিষয়—নরেন্দ্রের গান। ব্রাহ্মভক্তের সহিত কথা। পঞ্চদশী। সংসারী ও শাস্ত্রার্থ। রামদয়াল ( পীডিত ) দেখিয়া কুশল প্রশ্ন । উপস্থিত—নরেন্দ্র, ভবনাথ, রাখাল, মাষ্টার, ব্রাহ্মভক্ত, প্রভৃতি । [ ৪র্থ ভাগ—৩য় খণ্ড ৮-৪-৮৩—চৈত্র-শুক্লা-প্রতিপদ । দক্ষিণেশ্বর ( মধ্যাহ্ব ও অপরাহ্ল ) । বিষয়—মণিলালের সহিত কথা । কাশী দর্শন। প্রেমতত্ত্ব । রামলালের গান ও সমাধি । উপস্থিত—মণিলাল, ঠাকুরদাস প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ। রাখাল । [ ২য় ভাগ—৩য় খণ্ড ১৫-৪-৮৩—চৈত্র-শুক্লা-অষ্টমী। সুরেন্দ্রের বাটীতে ৬অন্নপূর্ণাপূজা । বিষয়—উকিল বৈদ্যনাথের সহিত কথা ; Free-will সংকীৰ্ত্তন ও সমাধি । ভক্তসঙ্গে শ্ৰীশ্ৰীঅন্নপূর্ণ দর্শন। অপরাহ ও রাত্রি। উপস্থিভ—রাখাল, সুরেন্দ্র, মাষ্টার, উকিল, বৈদ্যনাথ প্রভৃতি। [ ২য় ভাগ— ৪র্থ খণ্ড ২২-৪-৮s—চৈত্র-পূর্ণিমা। সিতি ব্ৰাহ্মসমাজ ; বৈকাল।