পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ○b শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট বিষয়—ব্রাহ্মভক্ত ও সংসার ত্যাগ। গুরু সচ্চিদানন । আচাৰ্য্য বেচারাম সঙ্গে বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে । উপস্থিত—বেণীপাল, বেচারাম, মাষ্টার প্রভৃতি । [ ৫ম ভাগ—৫ম খণ্ড ২-৫-৮৩—চৈত্র-কৃষ্ণ-দশমী । নন্দনবাগান, কাশীশ্বর মিত্রের বাড়ীতে— ব্রাহ্মসমাজে । অপরাক্ল ও সন্ধ্যার পর। বিষয়—জানকী ঘোলালের সহিত কথা। ব্রস্কোপাসনা । ‘ছয় রিপু— মোড ফিরাও'। অক্রোধ পরমানন্দ শ্রীরামকৃষ্ণ | পংক্তিতে বসিয়া ব্রাহ্ম ভক্তদের সহিত ঠাকুরের ভোজন । حي উপস্থিত – রাখাল, মাষ্টার, জানকী, রবীন্দ্র ঠাকুর, উবিল ভৈরব বন্দ্যেপাধ্যায় প্রভৃতি । f 8ર્શ ડિf5–8ર્શ ૭ ১৩-৫-৮৩—বৈশাখ শুক্ল;-সপ্তমী —বলিকতা ক{স:রাপাডা, হরি সভা । বিষয়—মনোহর সাইয়ের নাম কীৰ্ত্তন । উপস্থিত—মাষ্টর প্রলতি । [ ৫ম ভ'গ—৫ম খণ্ড—তৃতীয় পরিচ্ছেদ ২০-৫ ৮৩—বৈশাখ-শুক্লা-চতুদশী । রামের বাড়ীতে মহোৎসব । - جعه বিষয়—মাধুর কীৰ্ত্তন। নাম ও নর্মিী অভেদ । উপস্থিত—রাম, মাষ্টার প্রভৃতি । [ ৫ম ভাগ— ৫ম থগু—৩য় পরিচ্ছেদ ২৭-৫-৮২—বৈশাখ-কৃষ্ণা পঞ্চমী । দক্ষিণেশ্বর বেলা ৯টা । বিষয়—নিষ্টা বা অব্যভিচারিণী ভক্তি। গম ও ঠাকুরের মহাভাব ! উপস্থিত—রাখাল, মাষ্টার, নকুড় বৈষ্ণব প্রভৃতি। [ ৫ম ভাগ—৫ম খণ্ড—৪র্থ পরিচ্ছেদ ২-৬-৮৩–বৈশাখ-রষ্ণ-দ্বাদশী । বলরামের বার্ড বেলা ৪ট। বিষয়—সন্ন্যাসী ও গৃহস্থের বিষয়াসক্তি । রাখালকে দিয়ে নরলীলা দর্শন ও আস্বাদন। পরে অধরের বাটী। মনোহর সাইএর কলহস্তরিত কীৰ্ত্তন । ব্যাকুলতা সম্বন্ধে কথা। অবতারের মকুৰী ভাব।