পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

О о о শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ { পরিশিষ্ট উপস্থিত—মাষ্টার, হরি চৌধুরী, রামলাল, রাম চাটুয্যে, হাজরা। [ ৩য় ভাগ— পঞ্চম খণ্ড ৭ ৯-৮৪—ভাদ্র-শুক্লা-ষষ্ঠী। দক্ষিণেশ্বর (রাত্রি ) বিষয়—মণির সঙ্গে নিভৃতে কথা। অবতার-তত্ত্ব। উপস্থিত—মণি প্রভৃতি । [ ৩য় ভাগ—৫ম খণ্ড ৯-৯-৮৩—ভাদ্র শুক্লা-সপ্তমী। দক্ষিণেশ্বর । দ্বিপ্রহরের পর । বিষয়—রতনের সঙ্গিত কথা । তান্ত্রিক বাবুদের সহিত কথা,—অচলা নন্দের সংসার ত্যাগ । মণির সহিত কথা—চিন্ময় রূপ কি । [ ৩য় ভাগ—৬ষ্ঠ খণ্ড উপস্থিত—রাখাল, মাষ্টার, রতন, রামচাটুয্যে, হাজরা প্রভৃতি। ২২-৯-৮৩-ভাদ্র-শুক্লা-রষ্ণ-ষষ্ঠ । অধরের বাট । বৈকাল বিষয়—বালকের বিশ্বাস। ব্ৰহ্ম-শক্তি অভেদ । আদ্যশক্তি ও অবতার লীলা। বেদ-পুরাণ-তন্ত্রের সমন্বয়। ঈশানকে উপদেশ ডুব দাও”। গুরু কি প্রয়োজন । গোপনে সাধন, শুচিবাই । উপস্থিত—রাখাল, অধর, মাষ্টার, ঈশান প্রভৃতি [ ৫ম ভাগ—৮ম খণ্ড ২৩-৯-৮৩–ভাদ্র-ক্লষ্ণ-সপ্তমী। দক্ষিণেশ্বর। বিষয়—নরেন্দ্রের ভাবনা । গৌরী পণ্ডিতের কথা । আমার ঠিক ভাব । হাজরাকে উপদেশ । সমাধি অবস্থায় মার সঙ্গে কথা । মাতৃভাবে সাধন | উপস্থিত—রাখাল, মাষ্টার, রাম, নিত্যগোপাল, তারক, হাজরা প্রভৃতি [ ৫ম ভাগ—৯ম খণ্ড, ১ম পরিচ্ছেদ ১৬-৯-৮৩–ভাদ্র-কৃষ্ণ-দশমী। বৈকাল, দক্ষিণেশ্বর কালীমন্দিরের চাতাল । বিষয়—ঈশ্বরকে বোঝা যায় না। ভক্তসঙ্গে কথা । উপস্থিত—মহেন্দ্র প্রভৃতি। [ ৫ম ভাগ—৯ম খণ্ড, ২য় পরিচ্ছেদ ২৬-৯-৮s—ভাদ্র-কৃষ্ণ-দশমী। দক্ষিণেশ্বর ( বেলা ৩টা হইতে ) ৷