পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరిaఫి শ্ৰী শ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট বিষয়—বৈকুণ্ঠ ও প্রতিবেশীর সহিত গৃহস্থাশ্রমের কথা। উপায়, ঈশ্বরের শরণাগত হওয়া। (সন্ধ্যা, ৭টার পর) উপস্থিত—জয়গোপাল, বৈকুণ্ঠ, মাষ্টার, জয়গোপালের প্রতিবেশী । [ ১ম ভাগ—৯ম খণ্ড ৯-১২-৮৩—অগ্রহায়ণ-শুক্লা দশমী । দক্ষিণেশ্বরে । ( বেলা ১টা ) । বিষয়—মণির সহিত অস্তরঙ্গের কথা। ভক্তমাল পাঠ শ্রবণ । উপস্থিত—অধর, মনোমোহন, ঠনঠনের শিবচন্দ্র, রাখাল, মাষ্টার, হরীশ । [ ২য় ভাগ–১১শ খণ্ড ১৪-১২-৮৩—অগ্রহায়ণ-পূর্ণিমা। দক্ষিণেশ্বরে। বিষয়- রামলালের কাছে অধ্যাক্স রামায়ণ শ্রবণ। পরশুরামের স্তব ও গুহক চণ্ডালের কথা । কাসারিপাড়ার ভক্তদের নিকট বামাচারের নিন্দ । দাদা মধুস্থদনের কথা । মনির থাকিবার বন্দোবস্ত। উপস্থিত—বলরাম, রাখাল, লাটু, মণি, তাম ডাক্তর, কাসারিপাড়ার Svēsel, Broughton Institution-gog. for s EfĘ [ ২য় ভাগ—১২শ থও ১৫-১২-৮৩–আগ্রহায়ণ-কৃষ্ণা-প্রতিপদ | দক্ষিণেশ্বর মন্দিরে, সকাল বেলা । বিষয়—শ্ৰীযুক্ত রামলালের ভক্তমাল পাঠ ৷ প্ৰহলাদচরিত্র-কথা । Coffisiw ff=7| I fattasz Smiles Self help oftż উপস্থিত্ত—রামলাল, রাখাল, লাটু, হরীশ, মাষ্টার, বৈষ্ণবচরণ। [ ৪র্থ ভাগ—৭ম খণ্ড ১৬-১২-৮৩–আগ্রহায়ণ-কৃষ্ণ-দ্বিতীয়া । দক্ষিণেশ্বর মন্দিরে । বিষয়-ঠাকুরের ভাবাবেশ ও সীতার স্তায় ব্যাকুলত । জনায়ের মুখুয্যে প্রভৃতির সহিত কথা। বেদাস্তের অতি গুহ ব্যাখ্যা । জগৎ কি মিথ্যা ? ( বেলা ১০ টা ) । উপস্থিত—মণি, রাখাল, লাটু, হরীশ, যোগীন, প্রাণকৃষ্ণের জ্ঞাতি। [ ৪র্থ ভাগ—৭ম খণ্ড ১৭-১২-৮৩—অগ্রহায়ণ-কৃষ্ণ-তৃতীয়া । দক্ষিণেশ্বরে ( বেলা ৮টা) ।