পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট 8 סס\ উপস্থিত—বাউল বৈষ্ণব, হরীশ, রাখাল, নানক-পন্থী সাধু প্রভৃতি। [ ৫ম ভাগ—১২শ খণ্ড ২২-১২-৮৩–অগ্রহায়ণ-কৃষ্ণ-অষ্টমী। দক্ষিণেশ্বর, শ্রীরামকৃষ্ণের ঘর। ( বেলা ৯টা ও বৈকাল ) । বিষয়-অবতারকে চেনার জন্ত সাধনের প্রয়োজন। নিরাকার সাধন কঠিন। নিরাকার সাধনের জন্ত বিচার, প্রেম-ভক্তিই সার, গোপীদের অবস্থা । উপস্থিত—বলরামের পিতা, দেবেন্দ্র ঘোষ, ভবনাথ, রাখাল, মণি, হরীশ, লাটু প্রভৃতি । [ ৫ম ভাগ—১২ খণ্ড, ৫ম পরিচ্ছেদ ২৩-১২-৮৩—অগ্রহায়ণ-কৃষ্ণ-নবমী। দক্ষিণেশ্বর । ( বেলা ৯টা ) । বিষয়—নীলকণ্ঠের দেশের বৈষ্ণবের গান। রাখাল, হাজরা, মণি প্রভৃতির সম্মুখে ঠাকুরের সমাধি ও পরমহংস অবস্থা । উপস্থিত—রাখাল, লাটু, হরীশ, মণি, মনোমোহন, হাজরা, নীলকণ্ঠের দেশের বৈষ্ণব প্রভৃতি । [ ৪র্থ ভাগ—৮ম খণ্ড ২৪-১২-০৩—অগ্রহায়ণ-কৃষ্ণ-দশমী। দক্ষিণেশ্বর । ( বেলা ১টা ) । বিষয়—ঝাউতলার কথা। শ্ৰীমুখকথিত চরিতামৃত । ঠাকুরের জন্মকথা । ঠাকুর কি অবতার ? সুরেন্দ্র, রাম প্রভৃতির সহিত কথা । ঠাকুরের বৃন্দাবন দর্শন। সন্ধ্যার পর ঠাকুরের উপদেশ । যোগতত্ত্ব । উপস্থিত—মুরেন্দ্র, রাম, মণি, হরীশ । [ ৪র্থ ভাগ—৮ম খণ্ড ২৫-১২-৮৩—অগ্রহায়ণ-কৃষ্ণা-একাদশী । দক্ষিণেশ্বর ( বেলা ১১ টা ) । বিষয়—একাদশী ব্ৰতের কথা । উপস্থিত্ত—মণি প্রভৃতি । [ ৪র্থ ভাগ—৮ম খণ্ড ২৬-১২-৮৩—অগ্রহায়ণ-কৃষ্ণা-একাদশী ও দ্বাদশী । দক্ষিণেশ্বর। পরে কলিকাতা, কাকুডগাছি । বিষয়—অবতার তত্ত্ব। ঐযুক্ত রামবাবুর বাগান দর্শন ও শ্ৰীযুক্ত সুরেজের বাগান দর্শন। সাধুর সঙ্গে ব্ৰহ্ম জ্ঞানের কথা । উপস্থিভ-মণি মল্লিক, রাম, সুরেন্দ্র, মণি, বাগানের সাধু। [ ৫ম ভাগ—১৪শ থও, ২য় পরিচ্ছেদ