পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৩ VO o (o ২৬-১২-৮৩—অগ্রহায়ণ কৃষ্ণ ত্রয়োদশী | কলিকাতায় ঈশান মুখোপাধ্যায়ের বাড়ী । ( বেল ৮টi ) বিষয়—শ্ৰীশের সহিত কৰ্ম্মযোগ ও নির্জনে সাধন ইত্যাদির কথা "কেউ দুধ পেয়েছে”। ঈশনের সহিত কথা। পরমহংস কে ? উপস্থিত —বাবুরাম, মাষ্টার, ঈশান, শ্ৰীশ, কেশব কাৰ্ত্তনীয়া ।

  • r [ ৩য় ভাগ—৭ম খণ্ড ২৭-১২-৮৩–আগ্রহায়ণ-কৃষ্ণা ত্রয়োদশী । কলিকাতা শ্ৰীযুক্ত রামচন্দ্র দত্তের বাটিতে। সন্ধ্যাকালে ।

বিষয়—মহেন্দ্র গোস্বামীর সহিত কথা । গোপীদের নিষ্ঠ ভক্তি । উপস্থিত—রাম, মণি, বাবুরাম, মহেন্দ্র গোস্বামী প্রভৃতি। [ ৩য় ভাগ—৭ম খণ্ড ২৯-১২-৮৩—অগ্রহণয়ণ অমাবস্তা । দক্ষিণেশ্বর মন্দির ও ৮ঐকালীঘাট । বেলা ১টা হইতে রাত্রি ৮ট। বিষয় – ঠাকুরের অধরের সঙ্গে ৮কালীঘাট দর্শন। উপস্থিত—রাখাল, মণি, অধর । [ ৪র্থ ভাগ—৯ম থও। ৩০-১২-৮৩–পৌষ-শুক্লা-প্রতিপদ দক্ষিণেশ্বর । ( বেলা ৩টা ) । বিষয়—বেদাস্তবাদী সাধু দৃষ্টে সমাধি ও কথা। ব্রহ্ম ও শক্তি। পঞ্চবটীমূলে কেদার প্রভৃতির সহিত কথা । উপস্থিত—মণি, রাম, কেদার, বেদাস্তবাদী সাধু । [ ৪র্থ ভাগ—৯ম খণ্ড ৩১-১২-৮৩—পৌষ-শুক্লা-দ্বিতীয়া। দক্ষিণেশ্বর । বেলা ৪টা হইতে রাত্রি ੪ਚੋਂ । বিষয়—বলরাম, মণি প্রভৃতির উপদেশ। "কামিনী” ত্যাগ ৷ সন্ধ্যার পর জগন্মাতার কাছে প্রার্থনা –“ব্ৰহ্মজ্ঞান চাই নাম।” উপস্থিত—বলরাম, মণি, রাখাল, লাটু, হরিশ । [ ৪র্থ ভাগ—৯ম খণ্ড 는 이 - (:직