পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১ e শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট বিষয়—শিবপুর-ভক্তদের প্রতি উপদেশ। সপ্তভূমি। গোপীদের ব্ৰহ্মজ্ঞান। ঠাকুরের গান। সমাধি ও জগন্মাতার সহিত কথা । হরিপদ, রাখাল, বাবুরাম, অধর প্রভৃতির সম্বন্ধে মণির সহিত কথা । সৰ্ব্বধৰ্ম্মসমন্বয়— *তিনি অনস্ত, পথও অনন্ত’ । উপস্থিত—রাখাল, লাটু, বলরাম, অধর, মাষ্টার, শিবপুরভক্তগণ, নবাই, চৈতন্ত, নরেন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, রামচাটুয্যে । [ ৪র্থ ভাগ—১৬শ খণ্ড ৬-৯-৮৪—ভাদ্র-কৃষ্ণা-প্রতিপদ । অধরের বাড়ী । বিষয়-নরেন্দ্রের গান—ঠাকুরের মুহুমূৰ্ছ: সমাধি ও নৃত্য। কীৰ্ত্তনীয় বৈষ্ণবচরণের গান। নরেন্দ্রাদির দক্ষিণেশ্বরে নিমন্ত্রণ । উপস্থিত—নরেন্দ্র, মুখুয্যে ভ্রাতৃদ্বয়, ভবনাথ, মাষ্টার চুনীলাল, হাজরা, অধর, বৈষ্ণবচরণ কীৰ্ত্তনীয় প্রভৃতি। [ ৪র্থ ভাগ—১৭শ খণ্ড ৭-৯-৮৪—ভাদ্র-কৃষ্ণ-দ্বিতীয়া । দক্ষিণেশ্বর। বেলা ১১ট হইতে । বিষয়—ভবনাথ, বাবুরাম, মাষ্টার প্রভৃতির সহিত কথা । ঘোষপাড়া ও কর্তাভজাদের মত । নবাই, মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে সংকীৰ্ত্তন ও নৃত্য। অধরের চাকুরির সম্বন্ধে উপদেশ । নারাণ প্রভৃতির জন্ত ভাবনা । উপস্থিত—বাবুরাম, মাষ্টার, ভবনাথ, শ্রীরামপুরের ব্রাহ্মণ, মনমোহন, কিশোরী, চুনীলাল, হরিপদ, মুখুয্যে ভ্রাতৃদ্বয়, হাজরা, রামলাল, রাম চক্রবর্তী মহিমাচরণ, অধর প্রভৃতি । [ ৪র্থ ভাগ—১৮শ খণ্ড ১৪-৯-৮৪–ভাদ্র-কৃষ্ণা-দশমী। দক্ষিণেশ্বর ও যদুমল্লিকের বাগান। বিষয়—জ্ঞানবাবুর প্রতি উপদেশ । কোন্নগরের সাধকের সহিত বিচার। নরেজের গান ও ঠাকুরের সমাধি । নরেন্দ্রের পোস্তার উপর গান। গৌরাঙ্গের ভাব ; গানের ছলে যদু মল্লিককে কথন । রাখালের জন্য চিস্তা । অধরের সহিত কথা । ( মধ্যাহের পর হইতে রাত্রি ) । উপস্থিত—লরেন্দ্র ভবনাথ, কোন্নগরের ভক্তগণ, মুখুয্যে ভ্রাতৃদ্বয়, জ্ঞানবাবু, ছোট গোপাল, বড় কালী, হাজরা, কোন্নগরের সাধক, কোন্নগরের গায়ক, লাটু, যদ্ধ মল্লিকের বাগানের দ্বারবান, রতন, ভোলানাথ, অধর প্রভৃতি। [ ৪র্থ ভাগ-১৯শ খও