পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ CIRCUS রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কৰ্ম্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ স্ত্রীরামকৃষ্ণ শু্যামপুকুর বিদ্যাসাগরের স্কুলের দ্বারে গাড়ী করিয়া আসিয়া উপস্থিত। বেলা ৩টা হইবে। গাড়ীতে মাষ্টারকে তুলিয়া লইলেন। রাখাল ও আরও ২১টি ভক্ত গাড়াতে আছেন। আজ বুধবার ১৫ই নভেম্বর, ১৮৮২ খ্ৰীষ্টাব্দ, কাৰ্ত্তিক শুক্ল পঞ্চমী। গাড়ী ক্রমে—চিৎপুর রাস্ত দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দময়-মাতালের দ্যায়—গাউীর একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের দ্যায় দেখিতেছেন। আর উদ্দেশ্যে পথিকদের সঙ্গে কথা কহিতেছেন। মাষ্টারকে বলিতেছেন, দেখ, সব লোক দেখছি নিম্নদৃষ্টি। পেটের জন্ত সব যাচ্ছে। ঈশ্বরের দিকে দৃষ্টি নাই! ঐরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন। মাঠে পৌছিয়া টিকিট কেনা হইল। আট আনার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চির উপরে বসিলেন। ঠাকুর আনন্দে বলিতেছেন, বাঃ এখান থেকে বেশ দেখা যায় ! ১ম খণ্ড, কেশব ও শ্রীরামকৃষ্ণ সংবাদ । ১লা জ্যৈষ্ঠ 14th May 1875 শ্রীরামকৃষ্ণ witzito & To qilton I Bharat Asram Libel suit ending 30th April 1875 ১৮ই বৈশাখ, কেশব ঐ বাগানে তখনও ছিলেন। ১৮৮০ স্ত্রীরামকৃষ্ণ কামারপুকুরে ৮ মাস fFTER ; 3rd March R{RİH হইতে ১০ই অক্টোবর 1880 পয্যন্ত । ইতিমধ্যে শিহোড়, খামবাজার, কয়াপাঠে কীৰ্ত্তনানন্দ । ফিরিবার সময় কেতিলপুরে ভদ্রদের বাড়ী ৮৭মী পূজার আরতি দেখেছিলেন। রাস্তায় কেশবের প্রেরিত ব্ৰহ্মভক্তদের সঙ্গে দেখা হইয়াছিল। কেশব চিন্তিত, ঠাকুরকে কয় মাস দেখেন নাই। অন্যান্য বিশেষ বিবরণ পরিশিষ্ট্রে। কামারপুকুরে থাকিবার সময় ৮রঘুবীরের জমি ক্রয়। '