পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○>も শ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট উপস্থিত—গিরীশ, নরেন্দ্র, যতীন, মাষ্টার। [t E5-》 Sg ১-৩-৮৫—ফাল্গুন পূর্ণিমা। ৮দোলযাত্রা। দক্ষিণেশ্বর। বিষয়—মহিমাচরণের সহিত হরিভক্তির কথা। আমিরূপ কুম্ভ যায় না।’ নরেন্দ্রের প্রতি সন্ন্যাসের উপদেশ। দোলযাত্রায় ভক্তসঙ্গে আনন্দ । মাষ্টারের সহিত গুহ কথা । ঠাকুর কি অবতার ? উপস্থিত–মহিমাচরণ, রাম, মনোমোহন, নবাই, নরেন্দ্র প্রভৃতি। [ ২য় ভাগ—২৩শ খণ্ড )। ৭-৩-৮৫—ফাল্গুন-কৃষ্ণ-সপ্তমী। দক্ষিণেশ্বরমন্দির। বিষয়—হরিপদ, বাবুরাম, প্রভৃতির সহিত কথা। সমাধি। পণ্ট, ছোট নরেন, বাবুরাম প্রভৃতি সম্বন্ধে মহাবাক্য । গুহ্যকথা । অদ্ভুত সন্ন্যাসের অবস্থা। বেলঘরের তারককে কামিনীসম্বন্ধে সাবধান । উপস্থিত—রামবার, ছোট নরেন, পণ্ট, হরিপদ, মোহিনীমোহন, জজ অমুকুল মুখোপাধ্যায়ের জামাইয়ের ভাই, তারক, তারকের বন্ধু, মোহিনী মোহনের পরিবার প্রভৃতি । [ C 던5- Ng ১১-৩-৮৫—ফাল্গুন-কৃষ্ণ-দশমী । বসুবলরাম মন্দিরে। পরে গিরীশ ঘোষের বাড়ী। মধ্যাহ্ন হইতে রাত ১০টা পৰ্য্যস্ত । বিষয় –মাষ্টারের সহিত ঐশ্বৰ্য্য ত্যাগের কথা ; বলরামের বৈঠকখানায় গিরীশ, চুনিলাল, বলরাম প্রভৃতির সহিত কথা । তারাপদর গান (চৈতন্যলীলার ) ঠাকুরের গান—মায়ের নাম । সন্ধ্যার পর ঠাকুরের প্রার্থনা। রাজপথ ও গিরীশের দ্বারদেশ । নরেন্দ্র, গিরীশ প্রভৃতির অবতার সম্বন্ধে বিচার ও ঠাকুরের মীমাংসা । ঠাকুরের সমাধি ও নরেন্দ্রের গান। উপস্থিত—নরেন্দ্র, গিরীশ, বলরাম, চুলী, লাটু, মাষ্টার, নারায়ণ, সুরেশ, মিত্র, তারাপদ, নিত্যগোপাল, হরিপদ, রাম, প্রভৃতি । [ ১ম ভাগ—১৪শ খণ্ড ৬-৪-৮৫—চৈত্র-কৃষ্ণ-সপ্তমী। বলরাম মন্দিরে ও দেবেন্ধের বাটীতে। বিষয়-বলরাম মন্দিরে-মাষ্টার, পণ্ট, বিনোদ প্রভৃতি সঙ্গে । দেবেক্সের বাড়ীতে । রাম, গিরীশ, মাষ্টারাদি সঙ্গে ৷ কীৰ্ত্তন সমাধি ।