পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট לכיסאי উপস্থিত—নরেন্দ্র, মাষ্টার, ভবনাথ, পূর্ণ পণ্ট, ছোট নরেন, গিরীশ, রাম, দ্বিজ, বিনোদ প্রভৃতি। [ ৩য় ভাগ—১৫শ খণ্ড ২৩-৫-৮৫—জ্যৈষ্ঠ শুক্লা-দশমী। রামের বাট—অপরাহ ৫টা। کمپء বিষয়-রামের বাড়ী। ভক্তদের সংবাদ গ্রহণ। কীৰ্ত্তন ও ঠাকুরের সমাধি ও নিত্যগোপালের ভাব। মহিমাচরণের সহিত কথা । উপস্থিত–মহিম চক্রবর্তী, মাষ্টার, পণ্ট, ছোট নরেন, ভবনাথ, নিত্যগোপাল, হরমোহন প্রভৃতি। [ ২য় ভাগ—১৬শ থও ১৩-৬-৮৫-জ্যৈঃ-শুক্লী-প্রতিপদ । দক্ষিণেশ্বর। বিষয়—পণ্ডিতজী, মাষ্টার, দ্বিজ প্রভৃতির সহিত কথা। কাপ্তেনের গুণ বর্ণন। পুত্রকষ্ঠ বিয়োগ জন্ত শোক ও শোকাতুরা ব্রাহ্মণী। কাপ্তেনের সঙ্গে কথ—কৃষ্ণচরিত্র। ব্রাহ্মভক্ত জয়গোপাল সেন ও ত্ৰৈলোক্যের সহিত কথা । আরতির পর শরৎ প্রভৃতির সঙ্গে নরেঞ্জের আগমন ও প্রণাম । উপস্থিত—পণ্ডিতজী, শোবাতুরা ব্রাহ্মণী, কিশোরী, মাষ্টার, দ্বিজ, অখিলবাবুর প্রতিবেশী, আসামী ছোকরা, কাপ্তেন ও র্তাহার ছেলেরা, জয়গোপাল, ত্ৰৈলোক্য, নরেন্দ্র প্রভৃতি। [ ৩য় ভাগ—১৭শ খণ্ড ১৩-৭-৮৫-আষাঢ়-শুক্লী-প্রতিপদ । বলরামের বাড়ী yরথযাত্র । বিষয়—শ্ৰীমুখ কথিত চরিতামৃত। বলরাম, তেজচন্দ্র, নারায়ণ, অতুল, রসিক ব্রাহ্মণ প্রভৃতির সঙ্গে কথা। ভূমিকম্পের পর হরিবাবুর প্রতি উপদেশ। কাশীতে শিবদর্শন। শারদ, নরেন্দ্র ও গোপালের মার সহিত কথা। রথযাত্রায় নরেন্দ্র প্রভৃতির সঙ্গে কীৰ্ত্তন ও নৃত্য। ঘরে নরেঞ্জের গান ও ঠাকুরের নৃত্য। উপস্থিত–মাষ্টার, নারায়ণ, তেজচন্দ্র, বলরাম, কর্তাভজা চন্দ্র চাটুয্যে, গেরুয়াপরা ব্যক্তি, অতুল, তেজচন্ত্রের ভ্রাতা, রসিক ব্রাহ্মণ প্রভৃতি। [ 8ऍ उj*ों-२८* १७ ১৪-৭-৮৫-আষাঢ়-শুক্লাদ্বিতীয়া । বলরামের বাড়ী। বিষয়-স্বপ্রভাত ও ঠাকুরের মধুর মৃত্য ও নামকীৰ্ত্তন। বলরাম, মাষ্টার, মহেন্দ্র মুখুয্যে, গিরীশ প্রভৃতির সহিত কথা ।