পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২০ ঐস্ত্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ পরিশিষ্ট উপস্থিত—দ্বিজ, দ্বিজর পিতা ও ভাইরা, মাষ্টার, মহিমাচরণ ও র্তাহার দুই একটি সঙ্গী, রাখাল, কিশোরী, শোকাতুরা ব্রাহ্মণী প্রভৃতি। [ ৪র্থ ভাগ—২৪শ খণ্ড ১১-৮-৮৫ —শ্রাবণ-শুক্লা-প্রতিপদ । দক্ষিণেশ্বর। বিষয়—মৌনাবলম্বী শ্রীরামকৃষ্ণ । মায়াদর্শন । উপস্থিত—রাখাল, নারায়ণ, শ্ৰীশ্ৰীমা । [ ৫ম ভাগ – ১৮শ খণ্ড, ১ম পরিচ্ছেদ ১৬-৮-৮৫—শ্রাবণ-শুক্ল-ষষ্ঠী। দক্ষিণেশ্বর। বিষয়—শশধর পণ্ডিতকে উপদেশ ৷ ব্ৰহ্ম ও আদ্যাশক্তি অভেদ। সমাধি । ভোগ ও কৰ্ম্ম । উপস্থিভ—গিরীশ, রাম, নৃত্যগোপাল, কিশোরী ; শশধর, তর্কচূড়ামণি প্রভূতি । [ ৫ম ভাগ—১৮শ খণ্ড, ২য় পরিচ্ছেদ ২৭-৮-৮৫—শ্রাবণ-কৃষ্ণ-দ্বিতীয়া । দক্ষিণেশ্বর ( অপরাহ্ন ৫টা )। বিষয়—মধু ডাক্তারের চিকিৎসা। সমাধি ও পণ্ডিত শুমাপদর প্রতি কৃপা । উপস্থিত—পণ্ডিত শুামাপদ, মাষ্টার, রাখাল, লাটু প্রভৃতি। [ ৪র্থ ভাগ—২৫শ খণ্ড ২৮-৮-৮৫—শ্রাবণ-কৃষ্ণ-তৃতীয়া । দক্ষিণেশ্বর ( প্রাতঃকাল ) । বিষয়—মণির সহিত যীশুখৃষ্ট ( Jesus Christ ) সম্বন্ধে কথা । উপস্থিত—মণি । [ ৪র্থ ভাগ—১৫শ খণ্ড ৩১-৮-৮৫—শ্রাবণ-কৃষ্ণ-ষষ্ঠী। দক্ষিণেশ্বর, রাত্রি । বিষয়—মাষ্টারের সহিত সুবোধ, ক্ষীরোদ, ভগবান ডাক্তার ও নিতাই ডাক্তারের কথা । উপস্থিত—মাষ্টার, গঙ্গাধর প্রভৃতি। [ ৪র্থ ভাগ—২৬শ খণ্ড ১-৯-৮৫—শ্রাবণ-কৃষ্ণ-অষ্টমী, জন্মাষ্টমী। দক্ষিণেশ্বর।