পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৫ ৩২৩ গান ও ছোট নরেন, লাটু, ডাক্তার সরকার প্রভৃতির ভাব। বিজয় লরেঞ্জের ঈশ্বরীয় রূপ দৰ্শন কথা। (সকাল ৬টা হইতে )। উপস্থিত–মাষ্টার, ডাক্তার সরকার, ডাক্তারের বন্ধু, বিজয়, কয়েকটা ব্রাহ্মভক্ত, নরেন্দ্র, ছোট নরেঙ্গ ম-চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু, প্রভৃতি । [ ১ম ভাগ—১৬শ খও ২৮১০-৮৫—আশ্বিন-কৃষ্ণ তৃতীয়, সোমবার, ১১ই কাঞ্জিক। তামপুকুর ( সকাল, বেলা ৮টা ) । বিষয়—ডাক্তার ও মাষ্টার সংবাদ । পরমহংসদেব ও ভক্তদের সম্বন্ধে কথা। মধ্যাহ্নের পর ডাক্তার সরকারের সহিত ঠাকুরের বিচার। মানুষ কি স্বাধীন, না ঈশ্বর কৰ্ত্ত। অহৈতুকী ভক্তি। উপস্থিত—মাষ্টার, কালী, ডাক্তার, বন্ধু, গিরীশ, ছোট নরেন্দ্র, শরৎ, প্রভৃতি । [ ১ম ভাগ—১৭শ থও ২৭-১০-৮৫—আশ্বিন-কৃষ্ণ-চতুর্থী। তামপুকুর । ( বেলা '; ও পরে ) । বিষয়-নরেন্দ্রের প্রতি তীব্র বৈরাগ্য ও সন্ন্যাসের উপদেশ। ছোট নরেনের কাছে তড়িৎযন্ত্র দর্শন। বাগচী প্রদত্ত ষড়ভুজমূৰ্ত্তি', 'অহল্যা পাষাণী' প্রভৃতি আলেখ্য দর্শন। নরেন্সের বৈরাগ্যপূর্ণ গান। উপস্থিভ–নরেন্দ্র, মণি, ছোট নরেন, অতুল ও র্তাহার বন্ধু মুনসেফ, চিত্রকর, অন্নদা বাগচি প্রভৃতি। [ 8र्ष उांशं-२>* थ७ ২৭-১০-৮৫—আশ্বিন-কৃষ্ণ-চতুর্থী। খামপুকুর ( বেলা অপরাহ্ল ৫॥• ) বিষয়—নরেঞ্জের গান ও ঠাকুরের সমাধি। ডাক্তার ও শু্যাম বসু, ডাক্তার, গিরীশ, নরেজ প্রভৃতির বিচার। গুরুপূজা ও অবতারবাদ। উপস্থিত—নরেন্দ্র, ডাক্তার সরকার, শু্যাম বসু, গিরীশ, ডাক্তার দোকড়ি, ছোট নরেন, রাখাল, মাষ্টার প্রভৃতি। [ ১ম ভাগ—১৮শ খণ্ড ২৯-১০-৮৫—আশ্বিন-কৃষ্ণ-ষষ্ঠী। স্যামপুকুর । ( ৰেলা ১০টা )। বিষয়—শাখারিটোলায় ডাক্তারের বাড়ীতে তাহার সহিত ঠাকুর সম্বন্ধে মাষ্টারের কথা । ডাক্তার সরকার ও ভাদুড়ীর প্রতি ঠাকুরের উপদেশ । সন্ধ্যার পর শুাম প্রভৃতির প্রতি উপদেশ ।