পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐীিরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৬ ৩২৭ ও দুটি ছোট মেয়ের গান। স্ত্রীলোক সম্বন্ধে নরেত্রের বিরক্তি। সন্ন্যাসীর কঠিন নিয়ম। ঠাকুরের কাছে সুরেজের উচ্ছ্বাস । উপস্থিভ—মণি, রাম, শ্ৰীনাথ ডাক্তার, ডাক্তার রাজেন্দ্র দত্ত, রাখাল হালদার, রাখাল, শশী, সুরেন্দ্র প্রভৃতি । [ ৩য় ভাগ—২৬শ থও ১৬-৪-৮৬–চৈত্র-শুক্ল-ক্রয়োদশী। কাশীপুর । শুক্রবার রাত্রি। বিষয়-গিরীশের প্রতি স্নেহ ও নানা কথা। সংসারে কি ঈশ্বর লাভ হয় ? শাস্ত্র ও অবতার —রামাবতার ও কৃষ্ণাবতার। উপস্থিত—গিরীশ, মাষ্টার, লাটু, শশী, বাবুরাম, নিরঞ্জন, রাখালাদি । [ ২য় ভাগ—২৬শ খও ১৭-৪-৮৬—চৈত্র-শুক্ল চতুর্দশী। কাণীপুর। শনিবার, ১৫ই বৈশাখ রাত্রি। বিষয়—নরেন্দ্র দক্ষিণেশ্বর হইতে ফিরিলেন। ভক্তদের ধ্যান । উপস্থিত— নরেন্দ্র, তারক, কালী, মণি প্রভৃতি । [ ৪র্থ ভাগ—৩৩শ খণ্ড চৈত্র-পূর্ণিম। | সকাল । ۔ -وا by-8-پbھ বিষয়—মণির সহিত কথা ; মেয়েদের লজ্জাই ভূষণ । ঠাকুরের আত্মপূজা। নরেন্দ্রের বৌদ্ধধৰ্ম্ম ও ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে কথা। ঠাকুরের মীমাংসা। মুরেন্সের সেবা ও মুরেন্দ্রের প্রতি প্রসাদ । পুষ্করিণীর ঘাটে সঙ্কীৰ্ত্তন। উপস্থিত—নরেন্দ্র, মাষ্টার, মন্মোহন, শশী, নিরঞ্জন, ডাক্তার রাজেজ, সুরেন্দ্র প্রভৃতি। [ ৪র্থ ভাগ—৩৩শ খণ্ড ২১-৪-৮৬—চৈত্র কৃষ্ণ-তৃতীয়া । কাশীপুর। বুধবার ৯ই বৈশাখ। বিষয়—নরেন্দ্র ও ঈশ্বরের অস্তিত্ব, মণির সহিত কথা । রামলালের সেবা। পূর্ণের গাড়ীভাড়া ; সুরেন্দ্রের খসখসের পরদ । উপস্থিভ—ীরামন, নরেন্দ্র, রাখাল, মণি, ভবনাথ, রামলাল, গোপাল, সুরেন্দ্র, রাম, একজন ভক্ত প্রভৃতি। [ ৪র্থ ভাগ—৩৫শ খণ্ড ২২-৪-৮৬—চৈত্র-কৃষ্ণ-চতুর্থী। কাশীপুর। বৃহস্পতিবার ( অপরাহ )। বিষয়—রাখাল, শশী ও মাষ্টারের উদ্যানপথে পাদচারণ ও ঠাকুরের সম্বন্ধে কথা। হলঘরে ডাক্তার সরকার ও ডাক্তার রাজেন্দ্রের সঙ্গে কামিনী কাঞ্চন সম্বন্ধে কথা। ভবনাথের প্রতি উপদেশ। সিন্ধুদেশের ইরানন্দের

  • }