পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰী শ্রীরামকৃষ্ণের দৈনিক চরি য়-১৮৮৭ \రిశి ఏ উপস্থিত –মাষ্টার দেবেঙ্গ, শশী নরেন্দ্র প্রভৃতি। [ ৩য় ভাগ—পরিশিষ্ট ৮৪-৮৭ –পূর্ণিমা। বরাহনগর মঠ। Good Friday, শুক্রবার। ( বেলা ৮টা ) । বিষয়—শণীর পূক্ত। সন্ধার পর বারান্দার উপর নরেন্দ্রের সহিত মাষ্টারের কথা । উপস্থিত–মাষ্টার, নরেঙ্গ. রাখাল, শশী, বুড়োগোপাল, হরিশ, একটা ত্যাগী ভক্ত ও একটা গৃহী ভক্ত, নিরঞ্জন প্রভৃতি । [ ৩য় ভাগ—পরিশিষ্ট ৯-৪-৮৭–বরাহনগর মঠ । ( মধ্যাহ্নের পর ) । বিষয়-নরেন্সের সহিত মাষ্টারের কথা। নরেন্দ্রের পূর্ব কথা নরেন্দ্রের প্রেতি লোকশিক্ষার আদেশ ও শক্তি সঞ্চার । উপস্থিত –নবেন্দ্র, মাষ্টার প্রভৃতি । [ ৩য় ভাগ—পরিশিষ্ট ৭-৫-৮৭—বৈশাখী-পূর্ণিমা ও জ্যৈষ্ঠ-কৃষ্ণ-প্রতিপদ । মাষ্টারের বাড়ী ও বরাহনগর মঠ । \ . বিষয়—নরেন্দ্রাদি ভক্তদের ঈশ্বরের জন্য ব্যাকুলতা ও প্রয়োপবেশন প্রসঙ্গ। নরেন্দ্র, কর্তৃক মঠের তত্ত্বাবধান। সারদা ও ভবনাথের কথা । মঠের ভক্তদের যোগবাশিষ্ঠ পাঠ । সংকীৰ্ত্তমানন্দ ও নৃত্য। প্রত্যহ গঙ্গাস্নান ও গুরুপূজা। দানাদের ঘর, ঠাকুরের ঘর ও কালী তপস্বীর ঘর। শশীর পিতার আগমন । রাখালের সঠিত মাষ্টারের কথা । রণথালের বৈরাগ্য । নরেন্দ্রের গুরু গীতা পাঠ । নরেন্দ্রের সারদার প্রতি উপদেশ ও গান। নরেন্দ্রের মাষ্ট্রগরেব সহিত কথা । নবেন্দ্রের কাঞ্চনে ঘৃণা । উপস্থিত –নরেন্দ্র, মাষ্টার, সাতু, রথাল, শশী, প্রসন্ন, মঠের ভাই ও তাহার পিতা, একজন ভদ্রলোক, তারক, হরীশ, ছোট গোপাল, বুড়োগোপাল প্রভৃতি। [ ২য় ভাগ-পরিশিষ্ট ৯-৫-৮৭—জ্যৈষ্ঠ-কৃষ্ণ-দ্বিতীয়া । বরাহনগর মঠ । সোমবার ( অপরাহ্ন ) । বিষয় -রবীজের মঠে আগমন। মণির সস্থিত রবীন্দ্রের নিভৃতে কথা । কলিকাতা হইতে নরেন্দ্র তারক ও হরীশের প্রত্যাবৰ্ত্তন । নরেন্দ্রের গানের ছলে রবীন্দ্রকে উপদেশ ।