পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণের সাঙ্গোপাঙ্গাদি OOO ম্যাঙটা (তোতাপুরী)–১ম—তাদের মঠের একজন সিদ্ধ গণেশ দর্জী >8, e. ২য়—কাছে বেদাপ্ত শুনেছিলাম—ব্ৰহ্ম সত্য জগৎ মিথ্যা ৯, ২ ; সিদ্ধাই এর দোষ ১৪, ২ ৷ ৩য়—ষ্ঠাঙটার সুন্মবৃদ্ধি ১৩, ২ ; "মন বিলাতে নাহি ১৫, ৩ ; জ্ঞানীর ধ্যানের কথা ২১, ৩ । ৪র্থ—গান শুনে কান্না ৮, ১ ; বাঘ আর ছাগলের গল্প ৮, ২ ; বল্পে এক ধনী সোনার থালায় সাধুদের খাওয়ালে ১৮, ৫ ; কালীঘরে আধ্যাক্স পড়ছে ২৩, ৯ ; বেদান্তের উপদেশ দিলে, তিন দিনেই সমাধি ২৪, ৩ ; বলতেী— গভীর রাত্রে অনাহত শব্দ শুনা যায় ২৪, ৪ ; বলতো—মনেতেই জগৎ రిరి, ఇ | ৫ম—আত্মহত্যার সঙ্কল্প ৩, ২ ; বলতো মতের জন্ত সাধুসেবা হল না ১, ৪ ; বলতো মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় বোধস্বরূপ ১৫, ৩, বলতো ঘটী রোজ মাজতে হয়, ১৬, ৩ । পদ্মলোচন—১ম—রামপ্রসাদের গান শুনে কাল্লা, ৬, ১ । উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার, ঠাকুরকে শুনান, ৬, ১ । ৪র্থ—বলেছিল, তোমার সঙ্গে কৈবৰ্ত্তের বাড়ীতে সভায় যাবো, তার আর কি—হাড়ীর বাড়ীতে গিয়ে খেতে পারি, ৬, ৬ ; বলেছিল, তোমার অবস্থা সভা ক'রে লোকদের বলবো, ২৭, ১ । ৫ম—বলেছিল, আমার সঙ্গে শিবেরও আলাপ নাই, ব্ৰহ্মারও আলাপ नाहे, *, 8 । বামনদাস ( উলোর )– ৪র্থ—বিশ্বাসদের বাড়ীতে দেখা—বলেছিল, বাবা বাঘ যেমন মানুষ ধরে তেমনি ঈশ্বরী একে ধরে রয়েছেন, ১২, ৩ । ব্রাহ্মণী—৫ম—বেলতলায় অনেক তন্ত্রের সাধন হয়েছিল, বামনী যোগাড় করতো, ২৩, ৯, বলতো বাবা বেদাস্ত শুনো না, ভক্তির হানি হবে ঃ ২৪, ৩ ; সেজে বাবুকে বলতে প্রতাপ রুদ্র, ৩১, ২ ।